শিরোনাম
◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও)

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ১১:৫২ রাত
আপডেট : ০২ অক্টোবর, ২০২২, ১১:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হরিণাকুণ্ডে শিশু ধর্ষণের ঘটনায় ধর্ষক আটক

মাহফুজুর রহমান: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে ১০ বছর বয়সের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় নায়েব আলী মন্ডল (৬৫) নামের এক ধর্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। 

ধর্ষক নায়েব আলী উপজেলার শিতলী গ্রামের আক্কাস আলীর ছেলে।

পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগীর স্বজন সূত্রে জানা যায়, রোববার দুপুরে নায়েব আলী শিশুটির বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করতে যায়। শিশুটি তখন বাড়ির পাশে খেলছিল। সে সময় তাকে ফুসলিয়ে পাশেই মতিয়ার সর্দ্দারের নির্মাণাধীন ঘরে নিয়ে তাকে ধর্ষণ করে।

পরে বাড়িতে ফিরে তার মা’কে ঘটনাটি জানায় নির্যাতিত ওই শিশু।

ঘটনাটি জানাজানি হলে ধর্ষক নায়েব আলী মাঠ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী ধাওয়া করে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়। 

শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আহমাদুল্লাহ জানান, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি শিশুটিকে যৌন নির্যাতন করা হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়