শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৮:৫৮ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বান্ধবীসহ আমাকে ১ কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে’

চীনে পাচারের শিকার হেলেনা (ছদ্মনাম) নামে এক তরুণী। চীন থেকে কৌশলে দেশে ফিরে এসেছেন। দেশে এসেই তিনি যুগান্তরের সঙ্গে কথা বলেছেন। তিনি জানান, তার বান্ধবীসহ তাকে এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে।

তিনি বলেন, সিলভী নামের একটি মেয়ে আছে। চীনা নাগরিকের সঙ্গে তার বিয়ে হয়েছে। সিলভী এবং তার স্বামী মিলেই এ ব্যবসা করেন। সিলভী দম্পতির এ চক্রে আরও বেশ কয়েকজন লোক আছে। চক্রটি গত ১৪ বছর ধরে চীনে নারী পাচার করছে।

হেলেন আরও বলেন, সিলভীর সঙ্গে আমার ফেসবুকে পরিচয় হয়। আমি বিউটি পার্লারে কাজ করতাম। আমার সঙ্গে কথোপকথনের একপর্যায়ে সিলভী বলেন, ‘চীনে বিউটি পার্লারের কাজের চাহিদা অনেক বেশি। তুমি যেহেতু পার্লারের কাজ ভালো জানো, তাই তুমি চাইলে তোমাকে চীনের ভালো একটি পার্লারে অনেক টাকার চাকরি দিতে পারি।’ আমি তার প্রস্তাবে রাজি হওয়ার কারণেই আজ সর্বনাশ হয়েছে।

তিনি বলেন, প্রতারক চক্রের খপ্পরে পড়ার বিষয়টি বুঝতে পারার পর চীনা নাগরিকদের বলি, ‘আমরা দেশে ফিরে যেতে চাই।’ তখন আমাদের জানানো হয়, আমার এবং আমার বান্ধবীকে ৫০ লাখ টাকা করে মোট এক কোটি টাকায় কিনে নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমি দেশে আসার পরপরই চারজন তরুণীর ভিসা করা হয়েছে। তাদের নিয়ে আমাকে চীনে যাওয়ার জন্য চাপ দিচ্ছে সিলভী ও তার চক্রের সদস্যরা। ইতোমধ্যেই সবার টিকিট কাটা হয়ে গেছে। কিন্তু আমি চাচ্ছি না যে, আমার মতো অন্য কোনো মেয়ের জীবন নষ্ট হোক।   উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়