শিরোনাম
◈ চারটি বিশ্ববিদ্যালয়েই শিবির শক্ত অবস্থানে  ◈ অ‌নেক লড়াই ক‌রে এক গো‌লে জিত‌লো রিয়াল মা‌দ্রিদ  ◈ যে কারণে খুন হয় জবি ছাত্রদল নেতা জোবায়েদ, জানাগেল আরও চাঞ্চল্যকর তথ্য! ◈ ক্রিকেটার‌দের সংগঠন কোয়াব থেকে স‌রে দাঁড়া‌লেন পাইলট ◈ আফগা‌নিস্তা‌নের অ‌ধিনায়ক র‌শিদ খান পাকিস্তান নিয়ে বিরক্ত, এবার বয়কট করছেন পিএসএল!  ◈ ভারতকে হারিয়ে নারী বিশ্বকাপের সেমিফাইনা‌লে ইংল্যান্ড ◈ বান্দরবানে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-গোলাবারুদসহ ৬ জন আটক ◈ অগ্নিকাণ্ডের পর বিকল্প গেট দিয়ে আমদানি পণ্য খালাস কার্যক্রম চালু করল কাস্টমস ◈ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ চূড়ান্ত নয়, খসড়া তৈরিতে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে কমিশন ◈ ৪৯তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯ জন

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৪, ০২:২৪ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২৫, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মাসুদ আলম

সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত পাসপোর্ট, বিআরটিএ ও আইনশৃঙ্খলা: টিআইবি

মাসুদ আলম: ২০২৩ সালে সালে বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত খাতের তালিকায় পাসপোর্ট অফিস শীর্ষে রয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। দুর্নীতিগ্রস্ত খাতের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে বিআরটিএ ও তৃতীয় স্থানে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। এই তিন খাতে ঘুষও নেয়া হয়েছে সবচেয়ে বেশি। মঙ্গলবার (৩ ডিসেম্বর) টিআইবি কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে জাতীয় খানা জরিপ ২০২৩ অনুসারে এসব তথ্য জানিয়েছে সংস্থাটি।

টিআইবির খানা জরিপের ফলাফল অনুযায়ী, ২০২৩ সালে সার্বিকভাবে দুর্নীতির শিকার ৭০ দশমিক ৯ শতাংশ খানা এবং ঘুষের শিকার ৫০ দশমিক ৮ শতাংশ খানা; সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়।

২০২৩ সালে সার্বিকভাবে খানাগুলো গড়ে পাঁচ হাজার ৬৮০ টাকা ঘুষ বা নিয়মবহির্ভূত অর্থ দিতে বাধ্য হয়েছে: গড় ঘুষের পরিমাণ সবচেয়ে বেশি বিচারিক সেবা, ভূমি সেবা ও ব্যাংকিং খাতে।

২০২৩ সালে জাতীয় পর্যায়ে প্রাক্কলিত মোট ঘুষের পরিমাণ প্রায় ১০ হাজার ৯০২ কোটি টাকা, যা ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের (সংশোধিত) ১.৪৩ শতাংশ এবং বাংলাদেশের জিডিপি'র শূন্য দশমিক ২২ শতাংশ।

টিআইবির খানা জরিপের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৪ (এপ্রিল) পর্যন্ত সেবাখাতে জাতীয় পর্যায়ে মোট ঘুষের ন্যূনতম প্রাক্কলিত পরিমাণ এক লাখ ৪৬ হাজার ২৫২ কোটি টাকা।

বিচারিক সেবা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায় দুর্নীতি ও ঘুষের উচ্চ হার অব্যাহত, যা সাধারণ জনগণের ন্যায়বিচার প্রাপ্তির ক্ষেত্রে বড় বাধা; অন্যদিকে ভূমি সেবা, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র এবং বিআরটিএ'র মতো সেবায় উচ্চ দুর্নীতি ও ঘুষ বিদ্যমান, যা মানুষের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ডকুমেন্টসহ সেবা প্রাপ্তির অধিকারকে বাধাগ্রস্ত করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়