শিরোনাম
◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত ◈ ভারতীয় যুদ্ধবিমান তাড়ানোর দাবি পাকিস্তানের, সামরিক সংঘাতের আশঙ্কা ◈ অনুমোদন ছাড়া হজ পালনে কড়া শাস্তি: সৌদিতে ২০ হাজার রিয়াল জরিমানা ও ১০ বছরের নিষেধাজ্ঞার ঘোষণা

প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৪৭ দুপুর
আপডেট : ২১ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুগদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত 

 

মোস্তাফিজ : রাজধানীর মুগদায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে  ছুরিকাঘাতে আশিক এলাহি শাকিল (২৮) নামের এক যুবক খুন হয়েছে। পেশায় তিনি এলপি বোতল জাত গ্যাসের ব্যবসায়ী। 

একই ঘটনায় নিহতের আপন দুই ভাই সহ আহত হয়েছেন চারজন। শুক্রবার রাত দশটার দিকে এমুগদা  থানাধীন কাজিবাড়ি মসজিদ সংলগ্ন মেইন রোডে এ ঘটনাটি ঘটে ‌।

গুরুতর আহত অবস্থায়  আশিক এলাহি শাকিল (২৮) ও আপন দুই ভাই আশিক পারভেজ সুজন (৩৮) ও  আশিক শামস।
সহ  প্রতিবেশী ইকবাল (৩০) অপর এ  প্রতিবেশী যুবক   সব পাঁচজনকে আহত অবস্থায় দিবাগত রাত বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশিক এলাহি শাকিল (২৮) কে মৃত ঘোষণা করেন।

মৃতের বাবা মোঃ ওমর ফারুক ও নিহতের চাচাতো ভাই তানভীর বলেন, গতকাল রাত আনুমানিক দশটার দিকে নিহত  আশিকের বড় ভাইয়ের এলপি গ্যাসের দোকানের কর্মচারী খোকনের গ্যাস বহনকারী ভ্যানের সাথে একই এলাকার আরাফাতের মোটরসাইকেলে ভ্যান ধাক্কা দেয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দ্বন্দ্বের সৃষ্টি হয়  ও তাদের সাথে তর্ক বিতর্কের  একপর্যায়ে আরাফাত(২০) ও তার বাবা আসাদ ও তার চাচা আরেক ইকবাল সহ স্থানীয় ১৫-২০ জন লোক নিয়ে ,নিহত আশিক ও তার দুই আপন ভাই ও প্রতিবেশী দুইজনকে এলোপাথাড়ি ছুরিকাঘাতে আঘাত করে। 

পরে তাদেরকে উদ্ধার করে  শুক্রবার দিবাগত রাতে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আশিককে মৃত ঘোষণা করেন।

অপর আহত চারজনের মধ্যে তিনজন  ঢামেকে চিকিৎসাধীন রয়েছে  বলেও তিনি জানান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত তিনজন চিকিৎসাধীন রয়েছে অপর একজন আহত প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
মৃত আশিক ঢাকা মুগদা  ৫০/১৩ উত্তর মান্ডা ছাতা মসজিদ এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ ওমর ফারুকের ছেলে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়