বাবুল খাঁন, বান্দরবান: [২] সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে রুমা উপজেলার দুর্গম পাহাড়ী এলাকা থেকে কেএনএফের ৯ সদস্যকে অস্ত্র, গোলাবারুদসহ আটক করেছে যৌথবাহিনী।
[৩] মঙ্গলবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর পরিচালকের পক্ষে সহকারী পরিচালক রাশেদুল আলম খান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ কথা জানান।
[৪] তিনি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথবাহিনীর অভিযানে রুমা উপজেলা দুর্গম এলাকা থেকে ৯টি অস্ত্র গোলাবারুদসহ ৯জন কেএনএফ সদস্যকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।
[৫] ২ ও ৩ এপ্রিল রুমা, থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকে ডাকাতি, ব্যাংক ব্যবস্থাপক অপহরণ, টাকা লুট ও পুলিশ-আনসারের ১৪টি অস্ত্র ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যাংক ব্যবস্থাপক উদ্ধার হলেও লুট হওয়া অস্ত্র ও টাকা উদ্ধার করা যায়নি। সশস্ত্র সংগঠন কেএনএফ এ সন্ত্রাসী ঘটনা ঘটিয়েছে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার, অস্ত্র ও টাকা উদ্ধারের অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা। অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। সম্পাদনা: কামরুজ্জামান
আপনার মতামত লিখুন :