শিরোনাম
◈ শেষ ষোলয় সেনেগালকে হারা‌তে চায় সুদান ◈ দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০ উইকেট মুস্তাফিজের ◈ গাজায় ত্রাণ সংস্থা নিষিদ্ধ করায় নেতানিয়াহুকে 'ফেরাউন' বললেন এরদোগান ◈ অ‌স্ট্রেলিয়ান ক্রিকেটার খাজা বললেন, আমি গর্বিত মুসলিম  ◈ চলতি মাসে ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ নলডাঙ্গায় জয় বাংলা স্লোগান দিয়ে সড়কে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার ◈ ভারত-বাংলাদেশ যাতায়াতে পেট্রাপোল বন্দরে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ বসালো ভারত ◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:৪০ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৪, ০৭:৪০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে অর্ধ কোটি টাকার ক্ষতিকর ওষুধসহ গ্রেপ্তার ২

সুজন কৈরী: [২] রাজধানীর লালবাগ এলাকায় অভিযান চালিয়ে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের যৌন উত্তেজক ও মানবদেহের জন্য ক্ষতিকর ১ লাখ ৬৬ পিস ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্ট জব্দসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন- রায়হানুর রহমান (৩১), ও তাহানান জাওয়াদ (২৪)।

[৩] র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এম. জে. সোহেল জানান, গতকাল মঙ্গলবার রাতে লালবাগ এলাকায় র‌্যাব-১০ ও ওষুধ প্রশাসন অধিদপ্তর যৌথভাবে অভিযান চালায়। এ সময় আনুমানিক অর্ধ কোটি টাকা মূল্যের ১ লাখ ৬৬ হাজার পিস অবৈধ বিদেশি যৌন উত্তেজক ও মানব দেহের জন্য ক্ষতিকর ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্ট জব্দ করা হয়েছে। 

[৪] প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের বরাতে এএসপি এম. জে. সোহেল বলেন, গ্রেপ্তারকৃতরা পেশাদার ওষুধ কালোবাজারি চক্রের সক্রিয় সদস্য। তারা বেশ কিছুদিন ধরে অবৈধ বিদেশি যৌন বর্ধক এবং মানব দেহের জন্য ক্ষতিকারক ট্যাবলেট, ইনজেকশন ও সাপ্লিমেন্টারিসহ বিভিন্ন ওষুধ কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে মজুত করে রাখতেন। পরে দেশের বিভিন্ন এলাকায় ওষুধের দোকানে সরবরাহ করা হতো। 

[৫] গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা : কামরুজ্জামান

এসকে/কে/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়