শিরোনাম
◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম ◈ আজ রা‌তে পাকিস্তান থে‌কে বিশেষ বিমানে দুবাইয়ে যাবেন ‌ক্রিকেটার নাহিদ, রিশাদ ও বাংলাদেশি দুই সাংবাদিক ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জিতে দেশে ফিরলো বাংলা‌দে‌শের যুবারা ◈ উত্তরায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি ছাত্র-জনতার, ঘণ্টাব্যাপী যানজট ◈ বিভাজন নয় ঐক্য, প্রতিশোধ নয় ভালোবাসা—গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৪২ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২৩, ০৮:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হানিফের আসনে মনোনয়ন নিলেন চেম্বার পরিচালক সেতু

ফয়সাল চৌধুরী, কুষ্টিয়া: [২] এবার আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র উত্তোলন করেছেন দি কুষ্টিয়া চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক রাকিবুজ্জামান সেতু। 

[৩] বৃহস্পতিবার বিকালে কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রার্থী হতে সদর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন পত্র উত্তোলন করেন সেতু। রাকিবুজ্জামান সেতু কুষ্টিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান ম.আ. রহিমের দৌহিত্র ও কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মোঃ আখতারুজ্জামান এর পুত্র।

[৪] মনোনয়ন পত্র সংগ্রহকালে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে রাকিবুজ্জামান সেতু বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন তরুণ সমাজকে উন্নয়নের অগ্রযাত্রায় সম্পৃক্ত করতে হবে। এছাড়া আসন্ন নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি। তরুণ সমাজের নেতৃত্ব দিতে এবং তরুণদের প্রতিনিধিত্ব করতে আমি প্রার্থী হয়েছি। আশা করছি শেষ পর্যন্ত মাঠে থাকবো। একই পরিবার থেকে ইতিপূর্বে আপনার ভাই মেয়র পুত্র তনু মনোনয়নপত্র উত্তোলন করেছেন, এরপর আপনি উত্তোলন করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে সেতু বলেন, যেহেতু একই পরিবার থেকে একাধিক মনোনয়নপত্র উত্তোলন করতে কোন বাধা নেই, সেহেতু আমিও উত্তোলন করেছি। তাছাড়া ভোটাররা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

[৫] এদিকে গত ২৭ নভেম্বর বিকালে কুষ্টিয়া-৩ (সংসদীয় আসন ৭৭) আসনে মনোনয়নপত্র নিয়েছেন কুষ্টিয়া পৌরসভার মেয়র ও প্রবীণ আওয়ামী লীগ নেতা আনোয়ার আলীর পুত্র পারভেজ আনোয়ার তনু। তিনি সম্পর্কে রাকিবুজ্জামান সেতু'র চাচাতো ভাই। 

[৬] কুষ্টিয়া-৩ (সদর) আসন থেকে বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি এই আসন থেকে টানা দুইবার সংসদ সদস্য হয়েছেন। অর্থাৎ তিনি ২০১৪ সালের ১০ম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসন থেকে দলীয় প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথম বারের মত জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালে অনুষ্ঠিত ১১তম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। ২০০৯ সালে বাংলাদেশ আওয়ামী লীগের ১৮তম কাউন্সিলের মাধ্যমে প্রথম বারের মত তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক পদ লাভ করেন। ২০১০ সাল হতে ২০১৩ সাল পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি আবারও নৌকার মনোনয়ন পেয়েছেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়