শিরোনাম
◈ দেশে ফেরার প্রক্রিয়া শুরু: ট্রাভেল পাসের আবেদন তারেক রহমানের ◈ হাসিনার অনুসারীদের জামিন বিতর্কে আইন উপদেষ্টার উদ্বেগ প্রকাশ ◈ প্রার্থীদের অস্ত্রের ঝুঁকি, নিরপেক্ষ প্রশাসন নিয়ে চ্যালেঞ্জ ইসির ◈ কূটনীতির রীতিনীতি কি উপেক্ষা করছেন প্রণয় ভার্মা ◈ ওসমান হাদির অস্ত্রোপচার হবে সিঙ্গাপুরে, অনুমতি দিয়েছে পরিবার ◈ দূতাবাসগুলোর নিরাপত্তা নিয়ে কূটনীতিকদের আশ্বস্ত করলো সরকার ◈ দুর্বল প্রতিপ‌ক্ষের বিরু‌দ্ধে  লড়াই ক‌রে জিত‌লো ‌রিয়াল মা‌দ্রিদ ◈ মেয়েকে নিয়ে ২৫ তারিখ সকাল ১১টায় ঢাকায় নামবেন তারেক রহমান ◈ নির্বাচন নিয়ে ভারতের 'নসিহতে' বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়া কেন? ◈ শেষ স্ট্যাটাসে ওসমান হাদিকে নিয়ে যা লিখেছিলেন এনসিপির নেত্রী রুমী

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ১১:৪৭ রাত
আপডেট : ২২ নভেম্বর, ২০২৩, ০২:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাবেক মেয়র আরিফের বাসায় ককটেল নিক্ষেপ, দেখা গেলো সিসিটিভিতে

নিজস্ব প্রতিবেদক: সিলেট সিটি করপোরেশেনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীর বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সোয়া ৮টার দিকে কুমারপাড়াস্ত বাসার সামনে এ ঘটনা ঘটে।

সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, মোটরসাইকেলযোগে তিনজন লোক এসে এ  হামলা চালায়। এরপরই তারা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাদের মধ্যে দুজন ককটেল বিস্ফোরণ ঘটায় আর একজনকে এসময় ভিডিও করতে দেখা যায়।

আরিফ আরও বলেন, আমি এখন শঙ্কিত অবস্থায় আছি। কারণ দুর্বত্তরা আমার বাসায় টার্গেট করেই মেরেছে। তা না হলে তিনজনের মধ্যে দুইজন কেন ককটেল বিস্ফোরণ ঘটাবে আর একজন ভিডিও করবে। এই যদি অবস্থা হয় তাহলে বাসা বাড়িতে আমরা বাচ্চা-কাচ্চা, স্ত্রী-মাকে নিয়ে থাকা নিরাপদ না। কোনোভাবে সিলেটের এই পরিবেশ ছিল না। এই ঘটনার বিচার আমি নগরবাসীর কাছে দিলাম। এটি সিলেটের রাজনৈতিক সম্প্রীতির সঙ্গে যায় না।

এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ ও কোতোয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ। ইতোমধ্যে ঘটনার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা সরেজমিনে এসে বিষয়টি পর্যবেক্ষণ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়