শিরোনাম
◈ সত্তার কার্যক্রম নিষিদ্ধের বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ অনুমোদন ◈ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত সঠিক: মির্জা ফখরুল ◈ বাসিত আলীর প্রস্তাব: পা‌কিস্তান সুপার লি‌গের বা‌কি খেলা বাংলাদেশে আয়োজন করা হোক ◈ অ‌স্ট্রেলিয়ান শন টেইট হ‌তে পা‌রেন বাংলা‌দেশ দ‌লের পেস বো‌লিং কোচ ◈ অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃ জেলা ডাকাত দলের ৭ সদস্য গ্রেপ্তার ◈ ভারত বাংলাদেশে পুশ ইন করছে, কোথায় খোদা বখস, কোথায় সরকারের স্বরাষ্ট্র দপ্তর, প্রশ্ন করেছেন রিজভী ◈ পুঁজিবাজার পরিস্থিতি উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা ◈ নতুন সংবিধান প্রণয়ন সময়সাপেক্ষ ব্যাপার: আসিফ নজরুল ◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে মায়ের ৭৮তম বার্ষিক পূজা অনুষ্ঠিত

শাহাদাত হোসেন, রাউজান: [২] চট্টগ্রামের রাউজানে ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী ভবনে মায়ের ৭৮তম বার্ষিক পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পূজা উপলক্ষে কুণ্ডেশ্বরী পরিবারের উদ্যোগে নানা কর্মসূচি আয়োজন করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার পূণ্যার্থীর আগমন ঘটে। 

[৩] কুণ্ডেশ্বরী মায়ের মন্দির প্রাঙ্গণে সকালে বাল্য ভোগের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সকাল ১০টায় পূজা, ১১টায় যজ্ঞ, দুপুর ১২টায় পূস্প অঞ্জলী অর্পণ ও দুপুর ১টা থেকে মহা প্রসাদ বিতরণ শুরু হয়ে বিকাল ৩টা পষর্ন্ত অব্যহত থাকে। এছাড়া কুণ্ডেশ্বরী ভবন ঘিরে কুণ্ডেশ্বরী মহা বিদ্যালয় মাঠে চিরাচরিত বাঙালী সংস্কৃতির অংশ ঐতিহ্যবাহী গ্রামীণ মেলায় হস্তশিল্প, নাগরদোলাসহ অর্ধশতাধিক দোকানের পসরা বসে। 

[৪] জানা যায়, বিগত ৭৮ বছর পূর্বে দানবীর অধ্যক্ষ নতুন চন্দ্র সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজা শুরু করেন। পরবর্তীতে তার চিত্ত রঞ্জন সিংহ, দ্বিতীয় পুত্র সত্য রঞ্জন সিংহ ও কনিষ্ঠ পুত্র প্রয়াত প্রফুল্ল রঞ্জন সিংহ কুণ্ডেশ্বরী মায়ের পূজার ধারাবাহিকতা ধরে রাখেন। 

[৫] বর্তমানে কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ ও প্রখ্যাত সংঙ্গীত শিল্পী চন্দন সিংহসহ পরিবারের অন্যান্যরা ঐতিহ্যবাহী কুণ্ডেশ্বরী পূজা ও মেলার আয়োজন অব্যাহত রেখেছেন। 

[৬] মায়ের পূজায় উপস্থিত ছিলেন- কুণ্ডেশ্বরী ঔষধালয়ের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজিব সিংহ, পরিচালক বাসুদেব সিংহ ও প্রখ্যাত সংঙ্গীত শিল্পী চন্দন সিংহসহ পরিবারের সদস্যরা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়