শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৪ বিকাল
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ০৭:১৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে যুবলীগের উন্নয়ন শোভাযাত্রা 

জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর: [২] প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও উন্নয়ন শোভাযাত্রা করেছে যুবলীগ। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের মীরগঞ্জ এলাকায় আলোচনা সভা শেষে উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

[৩] জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার নেতৃত্বে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক শহর প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এতে হাজারো নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।

[৪] এর আগে, স্কুল মাঠে আলোচনা সভায় জেলা যুবলীগের সাবেক সাবেক যুগ্ম আহবায়ক বায়েজিদ ভূঁইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রায়পুর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শাকিল চৌধুরী, রামগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান মোহাম্মদ জামাল হোসেন খোকন প্রমুখ।

[৫] এসময় সরকারের নানা উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন তারা।

[৬] এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- কেরোয়া ইউনিয়ন যুবলীগ আহবায়ক আকবর মৃধা, যুগ্ন আহ্বায়ক হুমায়ুন কবির, রাজু পাটওয়ারী, শাওন ভুঁইয়া, নিশান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সালমান হোসেন, সাধারণ সম্পাদক ইমন খানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। এরপর দুপুরে বাদ জুম্মা দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়