সুবর্ণা হামিদ, সিলেট: [২] সিলেটে বিভাগীয় পর্যায়ে অপরাজিতাদের সঙ্গে রাজনৈতিক নেতৃবৃন্দের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপে গণপ্রতিনিধিত্ব আদেশের নির্দেশনা অনুসারে সকল রাজনৈতিক দলের সর্বস্তরের কমিটিতে ন্যূনতম ৩৩ শতাংশ নারী নেতৃত্ব অনতিবিলম্বে নিশ্চিত করার দাবি জানানো হয়।
[৩] সংলাপে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৪০ জন নারীনেত্রী, যারা নিজেদেরকে অপরাজিতা পরিচয় দেন, অংশ নেন। অপরাজিতার সভাপতি সালমা বাসিতের সভাপতিত্বে সংলাপে সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান আহমদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব