শিরোনাম
◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ ◈ টানা দুই হা‌রের পর জ‌য়ে ফির‌লো মেসির ইন্টার মায়ামি ◈ করমর্দন বিতর্কে সুনীল গাভাস্কার - ক্রীড়া এবং রাজনীতি কখনোই আলাদা ছিল না 

প্রকাশিত : ০৭ জুন, ২০২৩, ০৯:০৪ রাত
আপডেট : ০৭ জুন, ২০২৩, ০৯:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে নাগরিক ফোরামের বিক্ষোভ

মনিরুজ্জামান, বোরহানউদ্দিন (ভোলা): প্রাথমিক ও গন শিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুলকে হত্যার হুমকির প্রতিবাদে ‘সচেতন নাগরিক ফোরাম, বোরহানউদ্দিন’ এর মিছিলে মিছিলে উত্তাল হয়ে পড়ে উপজেলা।

বুধবার বিকালে (৭ জুন) নাগরিক ফোরাম এর সভাপতি ও সরকারি আব্দুল জব্বার কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কাসেম এর নেতৃত্বে স্থানীয় পৌরসভার সামনে থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। 

এক পর্যায়ে মিছিলে হাজার হাজার লোকজন অংশগ্রহণ করে। বিভিন্ন লিফলেট, ফেস্টুন  ও ব্যানার সম্মিলিত মিছিলটি থানার মোড়ে এসে জড়ো হয়। ফোরামের সভাপতি আবুল কাসেমের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বক্তব্য রাখেন বোরহানউদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, দৌলতখান উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম, বোরহানউদ্দিন আলিয়া মাদরাসার অধ্যক্ষ আহমেদ উল্লাহ আনছারী, বোরহানউদ্দিন মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অনিল চন্দ্র দাস, ব্যবসায়ী জাফর উল্লাহ চৌধুরী, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও জ্ঞাণদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.সোহেল হোসেন, সম্পাদক বশির উল্যাহ, ডিটিএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রবল চন্দ্র দে।

এ সময় বক্তাগন বলেন, বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সহসভাপতি (বহিষ্কৃত) আলাউদ্দিন সরদার ভার্চ্যুয়ালি গত শনিবার (৩ জুন) স্থানীয় সংসদ সদস্য আলী আজম মুকুলকে প্রাণনাশের হুমকি দেন। হুমকির এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে এমপির নির্বাচনী এলাকা বোরহানউদ্দিন ও দৌলতখান এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

এ ঘটনায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে বোরহানউদ্দিন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান আল বলকেয়া বাদী হয়ে সোমবার (৫ জুন) থানায় মামলা দায়ের করেন।  কিন্তু অদৃশ্য কারণে আসামিকে গ্রেপ্তার করা হচ্ছে না। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা আরো বলেন, আমাদের ধৈর্যের সীমানা ছাড়িয়ে যাচ্ছে। বক্তাগণ আলাউদ্দিন সর্দারকে অতি দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। 

সভাপতি তার বক্তব্যে বলেন, রাজনৈতিক শিষ্টাচার ও শুদ্ধাচার বহির্ভূতভাবে একজন চেয়ারম্যান কিভাবে একজন আইন প্রণেতাকে জীবন হুমকি দেন তা আমার বোধগম্য নয়। বিদ্যমান আইন ব্যবস্থায় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করছি। 

অন্যদিকে (৫ জুন) সোমবার এমপিকে হত্যার হুমকির প্রতিবাদে বোরহানউদ্দিন ও দৌলতখান উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা  বলেন, ‘এমপিকে হত্যার হুমকি, এলাকায় উত্তেজনা ছড়ানো ও দাঙ্গা সংঘটিত করার অভিযোগে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল জরুল ইসলাম বলেন, আসামিকে গ্রেপ্তারের জন্য আমাদের একাধিক টিম মাঠেকাজ করছেন। দ্রুত গ্রেপ্তার আশা করছি। 

উল্লেখ্য, ২০২১ সালে ইউপি নির্বাচনে বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী আলাউদ্দিন সরদার চেয়ারম্যান নির্বাচিত হন। সম্পাদনা: জেরিন আহমেদ

প্রতিনিধি/জেএ/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়