স্পোর্টস ডেস্ক : গত দুই ম্যাচে টানা পরাজয় হয়েছিলো লিওনেল মেসির ইন্টার মায়ামির। ওই দুই ম্যাচে একদমই বাহাদুরি দেখাতে পারেনি মিয়ামির দুই তারকা ফুটবলার মেসি ও সুয়ারেস। এবার তারা নড়েচড়ে বসলেন আর দলও জিতলো অনায়াসে। এক কথায় টানা দুই ম্যাচ হারের পর আবারও জয়ে ফিরেছেন ইন্টার মায়ামি।
বাংলাদেশ সময় বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে লিগে সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় মেসির দল। ম্যাচে মেসি ছাড়াও গোল করেছেন জর্ডি আলবা এবং ইয়ান ফ্রে।
কিছুদিন আগেই লিগ কাপে এই সিয়াটেলের কাছে ৩-০ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচে মেসি-সুয়ারেজরা কোনো প্রতিরোধই করতে পারেনি। তবে এবার সেই ম্যাচের প্রতিশোধ নিল তারা।