আবু মুত্তালিব মতি, আদমদীঘি, বগুড়া: আদমদীঘির সান্তাহাররে নেশার ৮৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ স্বামী স্ত্রী মাদক কারবারি দম্পতিকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ।
শুক্রবার (২ জুন) দিবাগত রাত সাড়ে ১০ টায় সান্তাহার পৌরসভা এলাকার মালশন স্কুলপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘির মালশন স্কুলপাড়ার রুস্তম আলীর ছেলে শরিফুল ইসলাম টুকু (৫৬) ও তার স্ত্রী শাহনাজ বেগম (৪০)। এ ব্যাপারে আদমদীঘি থানায় সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক রকিব হোসেন বাদি হয়ে মাদক আইনে একটি মামলা করেছেন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে সান্তাহার পৌরসভা এলাকায় রাত্রি কালিন পাহারার সময় সোর্সের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ১০ টায় মালশন স্কুলপাড়াস্থ আসামী শরিফুল ইসলাম টুকুর বাড়ির গেটের সামনে বিক্রি কালে ওই দম্পতিদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে সাদা পলিথিনে বিশেষ কায়দায় মোড়ানো নেশার ৮৩ পিচ ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। গতকাল শনিবার গ্রেপ্তারকৃত দম্পতিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রতিনিধি/এসএ