শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেটের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামে নামের এক প্রতিবন্ধী যুবককে চেয়ার প্রদানের মাধ্যমে বিভাগব্যাপী বিতরণ কার্যক্রম শুরু হয়। 

ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ এবং  জেনারেল সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস স্বশরীরের উপস্থিত থেকে রাজুর অভিভাবক মো. গাফ্ফার মিয়ার হাতে চেয়ারটি হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহলাল গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক সৈয়দ আনকার আলী। 
উপজেলার তরুণ সমাজসেবক সাংবাদিক আহমদুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি রুমা পাল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ, প্রেসক্লাব সহ-সভাপতি শতবর্ষী রাজনগর পৌটিয়াস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেব, মহালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, মাজু আহমদ, সমাজসেবক জুয়াইর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সী সমাজসেবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ইমেজ ফাউন্ডেশনে কর্ণধার বেলাল আহমদ জানান, রাজধানী থেকে ইমেজ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলেও শিকড়ের টানে সিলেটকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সিলেট বিভাগে ২০২৩ সালের মধ্যে অর্ধশত হুইল চেয়ার বিতরণের টার্গেট নেয়া হয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়