শিরোনাম
◈ কবে দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? (ভিডিও) ◈ যুবককে কুপিয়ে হত্যা, কেটে নিয়ে গেল হাত (ভিডিও) ◈ বঙ্গোপসাগরে লঘুচাপ: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ◈ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম ◈ ‘দেহ ব্যবসা’র ভিডিও প্রতিবেদন ইস্যুতে সোহানা সাবার হুঁশিয়ারি ◈ বাংলাদেশিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইতালির মোনফ্যালকনে ◈ নিউইয়র্কে ইউনূস-মোদি সাক্ষাতে ঢাকার অনুরোধ, এখনো চুপ দিল্লি ◈ হদিস মিলছে না পলকের দুটি আগ্নেয়াস্ত্রের ◈ অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত যৌক্তিক ও সময়োপযোগী: ফখরুল ◈ ট্রাক থামিয়ে চাঁদাবাজি, যুবদল নেতাকে পুলিশে দিলো সেনাবাহিনী

প্রকাশিত : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত
আপডেট : ২৭ মে, ২০২৩, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ

রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি: সিলেটের বিভিন্ন এলাকায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে ইমেজ ফাউন্ডেশনের হুইল চেয়ার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মহলাল গ্রামে নামের এক প্রতিবন্ধী যুবককে চেয়ার প্রদানের মাধ্যমে বিভাগব্যাপী বিতরণ কার্যক্রম শুরু হয়। 

ইমেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইমেজটেক্স লিমিটেড ঢাকার ম্যানেজিং ডিরেক্টর বেলাল আহমদ এবং  জেনারেল সেক্রেটারী জান্নাতুল ফেরদৌস স্বশরীরের উপস্থিত থেকে রাজুর অভিভাবক মো. গাফ্ফার মিয়ার হাতে চেয়ারটি হস্তান্তর করেন। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহলাল গ্রামের বিশিষ্ট মুরব্বী সমাজসেবক সৈয়দ আনকার আলী। 
উপজেলার তরুণ সমাজসেবক সাংবাদিক আহমদুর রহমান ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সংবাদ সংস্থা রয়টার্সের বাংলাদেশ প্রতিনিধি রুমা পাল। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক মানবজমিনের কূটনৈতিক রিপোর্টার মিজানুর রহমান।

অন্যান্যের মধ্যে রাজনগর প্রেসক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ, প্রেসক্লাব সহ-সভাপতি শতবর্ষী রাজনগর পৌটিয়াস উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শংকর দুলাল দেব, মহালাল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাফিজুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, মাজু আহমদ, সমাজসেবক জুয়াইর আহমদ প্রমুখ বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে গ্রামের বিভিন্ন বয়সী সমাজসেবকরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অনুষ্ঠানে ইমেজ ফাউন্ডেশনে কর্ণধার বেলাল আহমদ জানান, রাজধানী থেকে ইমেজ ফাউন্ডেশনের কার্যক্রম শুরু হলেও শিকড়ের টানে সিলেটকে বিশেষ গুরুত্ব দেয়া হচ্ছে। সিলেট বিভাগে ২০২৩ সালের মধ্যে অর্ধশত হুইল চেয়ার বিতরণের টার্গেট নেয়া হয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়