শিরোনাম
◈ কুমিল্লার মুরাদনগরে তিনজনকে হত্যার ঘটনায় মামলা, আটক ২ ◈ ব্রা‌জি‌লিয়ান পাল‌মেইরাস‌কে বিদায় ক‌রে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইংল‌্যা‌ন্ডের চেলসি ◈ 'নিজেদের সামলান, নয়তো জনগণ সামলাবে' — কুমিল্লায় হুঁশিয়ারি দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান ◈ ক্যানসার আক্রান্ত মাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন মাঠেও-বাইরেও, বাবা-ভাই না ফেরার দেশে ◈ জন্মহার বাড়াতে মরিয়া চীন সরকার, সন্তান হলেই দেয়া হ‌বে মোটা অর্থ ◈ সি‌রি‌জে টি‌কে থাক‌তে আজ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে ঘু‌রে দাঁড়া‌তে চায় বাংলা‌দেশ ◈ আবার আগ্রাসী হ‌লে মান‌চিত্র থে‌কে ইসরাইলের নাম মু‌ছে ফেল‌বে ইরান : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ◈ এজবাস্টন টে‌স্টে ইংল্যান্ডের লড়াই, শক্ত অবস্থানে ভারত ◈ শান্ত‌কে বাই‌রে রে‌খে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াড ঘোষণা বি‌সি‌বির ◈ পোশাক খাত: ঘুরে দাঁড়ানোর বছরেও শেষ মুহূর্তের অশনি সংকেত

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০২৩, ০৪:৫৮ সকাল
আপডেট : ২০ এপ্রিল, ২০২৩, ০৩:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী আজ

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ/ছবি: সংগৃহীত

আখিরুজ্জামান সোহান: আজ ২০ এপ্রিল (বৃহস্পতিবার)। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর ৫২তম শাহাদাৎবার্ষিকী। জাতির এই শ্রেষ্ঠ সন্তান স্বাধীনতা যুদ্ধের সময় ১৯৭১ সালের এই দিনে রাঙ্গামাটির বুড়িঘাটে পাকিস্তানী হানাদার বাহিনীর সাঙ্গে সম্মুখ সমরে মর্টার শেলের আঘাতে শহীদ হন। 

তিনি ১৯৭১ সালে যুদ্ধ শুরু হওয়ার সময় রাঙ্গামাটি সেক্টরে তৎকালীন ইপিআর বাহিনীতে কর্মরত ছিলেন। স্বাধীনতা যুদ্ধের ডাক আসায় তিনি সহকর্মীদের সঙ্গে নিয়ে মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে এলাকায় চেঙ্গী নদীর তীরে মুক্তি বাহিনীর ওপর পাকহানাদার শত্রু বাহিনী ২টি লঞ্চ ও ৭টি স্পিট বোর্ড করে এসে আক্রমণ করে। এই সময় সঙ্গীদের বাঁচানোর জন্য সেখানে প্রাণপণ যুদ্ধ করে তিনি একাই শত্রু বাহিনীর তিনটি নৌযান ধ্বংস করে তাদের ছত্রভঙ্গ করে দেন। এই সময়ে হঠাৎ একটি মটারের গোলা এসে তাকে চিরদিনের জন্য স্তব্ধ করে দেন। এই মহান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটের কাপ্তাই হ্রদের নির্জন দ্বীপে চিরশায়িত রয়েছে। ১৯৪৩ সালের ১ মে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার স্থানীয় এক মসজিদের ইমাম মুন্সি মেহেদি হাসান ও মুকিদুন্নেসার ঘরে জন্মগ্রহণ করেন বাঙালীর এই মহান যোদ্ধা। স্থানীয় দয়াল কৃষ্ণ চাকমা তার মরদেহ উদ্ধার করে তাকে এই দ্বীপে সমাহিত করেন। মুক্তিযুদ্ধে তার অবদান বিবেচনা করে সরকার তাকে দেশের শ্রেষ্ঠ খেতার প্রদান করে।

মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার উইংয়ে কর্মরত অবস্থায় ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শাহাদাত বরণ করেন। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ কৃতিত্বের জন্য সরকার তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে।

কামারখালী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী বলেন, শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের রউফনগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরে প্রাঙ্গণে সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলন, বিকেল ৪টায় আলোচনা সভা ও সন্ধ্যায় দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে।

এছাড়া রাতে রউফনগর জামে মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে বলে জানান বীরশ্রেষ্ঠের চাচাতো ভাই ও মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি যাদুঘরের লাইব্রেরিয়ান মুন্সী সাইদুর রহমান।

এমএএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়