শিরোনাম
◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম ◈ মানবিক করিডর নিয়ে সরকার সবাইকে অন্ধকারে রেখেছে : মেজর হাফিজ ◈ ব্যাংক থেকে ধার করে, টাকা ছাপিয়ে বাজেট বাস্তবায়ন করব না: অর্থ উপদেষ্টা ◈ আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিদেশ যাত্রায় বাধা ◈ যেভাবে আটক হন সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ (ভিডিও) ◈ ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সেনাবাহিনী ক্যাম্পের সহায়তা পেতে যোগাযোগের নাম্বার দেয়া হল ◈ দুই দিন আগে মা মারা গেছেন, কাল মেজবান, আমাকে এখন না ধরেন ভাই” (ভিডিও) ◈ দায়িত্ব গ্রহণের পর নিজ জন্মভূমিতে যাচ্ছেন কাল প্রধান উপদেষ্টা  ◈ সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ ৩ নারীকে গুলি করে হত্যা, গ্রেফতার ১ ◈ জনপ্রিয়তা ও রাজনৈতিক হিসাব-নিকাশে জোরালো দৌড়: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃত সাক্কু ও কায়সার

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ 

ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরহাদ হোসেন, ভোলা: ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী নিহতের প্রতিবাদ ও চার দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ করেছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বাংলাবাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে ভোলা চরফ্যাশন সড়ক মেরামত, থ্রি হুইলাদের প্রশিক্ষণ ও সড়কে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, ঘাতক বাস স্টাফদের শাস্তি দাবি ও সড়ক দুর্ঘটনার সাথে কলেজ ছাত্রীসহ নিহতদের পরিবাদের ক্ষতিপুরন ও নিরাপদ সড়কের দাবি তোলেন।

এতে ভোলা-চরফ্যাশন সড়কে প্রায় দুই ঘণ্টা যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও হালিমা খাতুন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ওই ঘটনার দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এতে সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চালককে। এ ঘটনায় বাসের চালক ও বাসের দুই সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়