শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৪:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ, সড়ক অবরোধ 

ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ

ফরহাদ হোসেন, ভোলা: ভোলায় সড়ক দুর্ঘটনায় দুই কলেজছাত্রী নিহতের প্রতিবাদ ও চার দফা দাবি আদায়ের লক্ষে বিক্ষোভ করেছে।

রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলার বাংলাবাজার এলাকার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। 

এ সময় শিক্ষার্থীরা অবিলম্বে ভোলা চরফ্যাশন সড়ক মেরামত, থ্রি হুইলাদের প্রশিক্ষণ ও সড়কে বেপরোয়া যানবাহন নিয়ন্ত্রণ, ঘাতক বাস স্টাফদের শাস্তি দাবি ও সড়ক দুর্ঘটনার সাথে কলেজ ছাত্রীসহ নিহতদের পরিবাদের ক্ষতিপুরন ও নিরাপদ সড়কের দাবি তোলেন।

এতে ভোলা-চরফ্যাশন সড়কে প্রায় দুই ঘণ্টা যাত্রীবাহী বাসসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ, বাংলাবাজার ফাতেমা খানম কলেজ ও হালিমা খাতুন কলেজসহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। তারা ওই ঘটনার দোষীদের বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন। পরে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। 

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থীর নিহতের ঘটনায় বিচার দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে। এতে সড়কে যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

গত শুক্রবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ২ কলেজছাত্রীসহ ৪ জন নিহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চালককে। এ ঘটনায় বাসের চালক ও বাসের দুই সুপারভাইজারের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়