শিরোনাম
◈ তারেক রহমানের নির্দেশে যেসব ‘বিদ্রোহী’ প্রার্থী সরে দাঁড়ালেন ◈ ফিলিং স্টেশন-দোকানে ঝুলছে ‘গ্যাস নেই’, চরম বিপাকে গ্রাহকরা ◈ ৬৬টি আন্তর্জা‌তিক সংস্থা থেকে যুক্তরাষ্ট সরে যাওয়ার কারণে কতটা ক্ষতিগ্রস্ত হবে বাংলা‌দেশ ◈ বিক্ষোভ ছড়িয়ে ক্ষমতায় আসতে চান ইরানের যে নির্বাসিত নেতা ◈ আগামী নির্বাচনের ফলাফলে সুইং ভোটাররা 'প্রভাবক' হয়ে উঠতে পারেন ◈ মুক্ত বিশ্বকোষে উইকিপিডিয়া নিরপেক্ষতা হারাচ্ছে, মুছে ফেলা হচ্ছে জুলাই শহীদদের পেইজ! ◈ রিয়াল মা‌দ্রিদ‌কে হা‌রি‌য়ে আবারও স্প‌্যা‌নিশ সুপার কাপ চ্যাম্পিয়ন বার্সেলোনা ◈ মার্তিনেল্লির হ্যাটট্রিকের রাতে জয় পে‌লো আর্সেনাল ও লিডস ◈ পাবনায় কারাগারে আ.লীগ নেতা প্রলয় চাকীর মৃত্যু ◈ ট্রাম্পকে ইরানের নেতাদের ‘হত্যা’র আহ্বান মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৮ বিকাল
আপডেট : ০৩ ফেব্রুয়ারি, ২০২৩, ০৫:১৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে ৬ কোটি ১৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার

ইয়াবা

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফে তিনটি পৃথক অভিযান চালিয়ে ৬ কোটি ১৫ লাখ সাড়ে ৩৫ হাজার টাকার মূল মানের ২ লাখ ৫ হাজার ১২০ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। আটককৃত হলেন, হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে জানে আলম (১৯)।

শুক্রবার এসব তথ্য নিশ্চিত করে টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে.কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে এক সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আলুগোলা নামক এলাকার লবণ মাঠ দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে। পরবর্তীতে একটি চোরাচালান দমন টহলদল কয়েকটি উপদলে বিভক্ত হয়ে লবণ মাঠে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২/৩ জন ব্যক্তিকে লবণ মাঠের দিকে যেতে দেখে উক্ত ব্যক্তিদের ফলো করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হলে তারা উপস্থিতি বুঝতে পেরে কাছে থাকা ৪টি প্লাষ্টিকের পোটলা ফেলে অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশি করে ২লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এতে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে দমদমিয়া চেকপোস্টে টেকনাফ-কক্সবাজারগামী একটি সিএনজিকে চেকপোস্টে তল্লাশি করে যাত্রীর জ্যাকেটের ভিতর অভিনব পদ্ধতিতে লুকায়িত অবস্থায় ২ হাজার ২২০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। 

অন্যদিকে, একইদিন রাতে হোয়াইক্যং বিওপি একটি টহলদল চেকপোস্টে টেকনাফ থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহণের একটি বাস তল্লাশি করে সীটের নীচে পরিত্যক্ত অবস্থায় থাকা একটি ব্যাগের ভিতর থেকে ২হাজার ৯০০পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে ওই সিটের আশেপাশে কোন যাত্রী না থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আটকৃত রোহিঙ্গার বিরুদ্ধে মামলা করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম শেষে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়