রেজাউল করিম রয়েল: ফসলী জমি ও সরকারি স্থাপনা রক্ষার্থে শ্রীনগর উপজেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযান অব্যাহত রয়েছে। যার অংশ হিসেবে বুধবার বিকেলে শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দোগাছি, কোলাপাড়া ও রাঢ়িখাল ইউনিয়ের তিন দোকান এলাকায় অভিযান পরিচালনা করেন শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিক।
অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন, সরকারী রাস্তা অবৈধভাবে ছিদ্র করে পাইপ টেনে জনসাধারণের চলাচল ব্যহত করা সহ মাছ চাষের জলাশয় ভরাট করা ও কৃষি জমি ভরাট করার চেষ্টা করায় ড্রেজারের সকল সংযোগ বিচ্ছিন্ন করা হয় ।
শ্রীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু বক্কর সিদ্দিক জানান এ উপজেলার ফসলি জমি, জলাশয়, রাস্তা এবং সরকারি স্থাপনা রক্ষার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত কাউকে না পাওয়ায় শাস্তির আনা সম্ভব হয়নি।
আপনার মতামত লিখুন :