হোসাইন মোহাম্মদ দিদার: দাউদকান্দি পৌরসভার ফ্যামিলি হাসপাতালের ডা. একেএম সামসুদ্দিন,ডা.ফৌজিয়া সুলতানা, ডা. সাবিনা ইয়াসমিন ও পরিচালক আবুল কালাম আজাদ কালা'র উদ্যোগে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
হাসপাতালের পরিচালক আবুল কালাম আজাদ কালা মঙ্গলবার সন্ধ্যায় প্রায় দুই শতাধিকের উপরে শীতার্ত পরিবারের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
প্রতি বছরের ন্যায় এবারও কম্বল বিতরণ করে অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়েছেন।
যেকোনো দুর্যোগে ফ্যামিলি হাসপাতালের এই চার মানবিক মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করে থাকেন।