শিরোনাম
◈ এ‌শিয়া কা‌পে রা‌তে শ্রীলঙ্কা - আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, লঙ্কান‌দের জয় দেখার অ‌পেক্ষায় বাংলাদেশ  ◈ আওয়মী লীগ বিহীন বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে দিল্লিতে এখন যে সব চিন্তাভাবনা  ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, চেলসিকে হা‌রি‌য়ে বায়ার্ন মিউ‌নি‌খের শুভ সূচনা ◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান 

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:২৫ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০২৩, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিখোঁজ আবু আসিফের খোঁজ পেতে স্ত্রীর আর্জি

আবু আসিফের স্ত্রী

গোলাম সারোয়ার, আশুগঞ্জ: ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ এর সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তার স্ত্রী মেহেরুন নিসা মেহেরীন।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এই চিঠি তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি দেন। এই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশুগঞ্জ প্রেসক্লাবকে অনুলিপি দেয়া হয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় এবং কী অবস্থায় আছে তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা যাওয়া করছে। তাদের ভয়ে আমি নিজেই পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করবো।

তিনি আরো উল্লেখ করেন, এই নির্বাচনে আবু আসিফ আহমেদ লেভেল প্লেয়িং ফিল্ড পাননি। যাদের এজেন্ট দেয়ার কথা তাদেরও হুমকি দেয়া হচ্ছে। আবু আসিফকে খুঁজে পেতে সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে এই অভিযোগ দাখিলের পর বিকালে আবু আসিফের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন মেহেরুন নিসা মেহেরীন। এসময় তার সাথে আত্মগোপনে থাকা আবু আসিফ আহমেদ এর শ্যালক সাফায়াত সুমনসহ ৫জন কর্মচারী উপস্থিত ছিলেন। ভয়ে তারা নিজেরাই আত্মগোপনে ছিলেন বলে জানান।

আবু আসিফের বাসার কেয়ার টেকারের সাথে মেহেরুন নিসা মেহেরীন এর একটি মোবাইল কল রেকর্ডের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বার বার তিনি তা এড়িয়ে যান।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়