শিরোনাম
◈ ক্রোম ব্রাউজারে ভয়ংকর নিরাপত্তাত্রুটির সন্ধান, নিরাপদ থাকতে যা করতে হবে ◈ পাটগ্রামে থানায় হামলার প্রসঙ্গ টেনে জামায়াত আমিরের মন্তব্য: ‘এই পরিস্থিতিতে কী নির্বাচন হবে?’ ◈ পাটগ্রাম থানায় হামলা ও ভাঙচুর: স্বেচ্ছাসেবক দল নেতা মাইদুলসহ গ্রেফতার ৪, বিএনপির অস্বীকৃতি ◈ "যা হারিয়েছি, তা কোনো বিনিময়েই পূরণ হবার নয়" - শহীদ রুবেলের স্ত্রী হ্যাপি ◈ দলের নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাসে জড়ালে, অসদাচরণ করলেই কঠোর ব্যবস্থা, কেউ রেহাই পাবে না : রিজভী ◈ শ্রমিক ভিসায় মালয়েশিয়ায় আইএস জঙ্গিদের তৎপরতা, অর্থ যেত বাংলাদেশ ও সিরিয়ায়: মালয়েশিয়ার আইজিপি ◈ কুমিল্লায় মা-দুই সন্তানকে পিটিয়ে হত্যার ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি ◈ প্রশ্ন করেন খালেদ মুহিউদ্দীন ‘আপনি আফগানিস্তানের মতো বাংলাদেশ বানাতে চান?’ জবাবে ফয়জুল করীম বলেন, ‘হ্যাঁ, বানাতে চাই।’ ◈ ফিলিস্তিনের আরও এক ফুটবলার ইসরায়েলের হামলায় প্রাণ হারালেন, ২৬৪ ক্রীড়া স্থাপনা ধ্বংস ◈ রা‌তে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্স ও সৌ‌দি আর‌বের আল হিলাল মু‌খোমু‌খি

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২৩, ০৬:৩৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

রাতের আঁধারে মন্দিরের প্রতিমা ভাঙচুর

সনতচক্রবর্ত্তী, ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দায় প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার চরযশোরদী ইউনিয়নের পৈলানপট্রী গ্রামে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে বুধবার সকালে ঘটনা স্থান পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হক। এ সময় থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন ও ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির উপস্থিত ছিলেন। 

পৈলানপট্রী গ্রামের অর্জুন সরকার বলেন, গত অগ্রাহয়ন মাসের ৯ তারিখে আমরা এ দেবীর পুজা করেছি। আগামী বছর আবার পুজা করার জন্য প্রতিমাকে রেখে দিয়েছি। রাতের আধারে কে বা কারা ভেঙ্গেছে নাকি কোন জীবজন্তু দ্বারা ভেঙ্গেছে তা আমার জানা নেই। তাই এ ব্যাপারে কারোর বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই।

অর্জুনের মা গীতা রানী সরকার বলেন, আমাদের বাড়ীর পাশেই নাম কীর্তন অনুষ্ঠান চলছে। আমরা অনুষ্ঠান থেকে গভীর রাতে ফিরেছি। সকালে ঘুম থেকে উঠে দেখি রক্ষাচন্দ্রাটি উপুড় হয়ে মাটিতে পড়ে আছে। 

ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান সাহেব ফকির বলেন, অল্প বয়সী কোন ছেলেমেয়ের দ্বারা এমন ঘটনা ঘটতে পারে।

থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন বলেন, যেহেতু মন্দির ঘরটি অরক্ষিত তাই মনে হচ্ছে কোনো জীবজন্তু দ্বারা এমন হতে পারে। তবে বিষয়টি নিয়ে আমরা গভীর ভাবে তদন্ত করছি। কোন দুষ্কৃতিকারী এর সঙ্গে জড়িত থাকলে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়