শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ১০:২৫ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ১০:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ২২০০ পিচ ইয়াবাসহ মামুন কাজী (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (০৬ ডিসেম্বর) দুপুর ১ টার দিকে উপজেলার কোর্টপাড় এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মামুন কাজী একই উপজেলার আলগী ইউনিয়নের বালিয়া গ্রামের আবু কাজীর ছেলে।

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শামীম হোসেন বলেন, মামুন কাজী একজন কুখ্যাত মাদক ব্যাবসায়ী। সে দীর্ঘদিন যাবত ফরিদপুরের ভাঙ্গা কোর্টপাড় এলাকায় ভাড়া বাসায় থেকে ওই এলাকায় একটি মাদক ব্যাবসায়ের সিন্ডিকেট গড়ে তুলেছিল। সে কক্সবাজার থেকে ইয়াবা বিভিন্ন কৌশলে এনে এ এলাকার খুঁচরা ব্যাবসায়ীদের নিকট সরবরাহ করতো। 

তিনি জানান, প্রায়শই তার সিন্ডিকেটের ইয়াবা ব্যাবসায়ীরা বিমানে কক্সবাজারে যাতায়াত করতো। এছাড়া বিশেষ কায়দায় প্যাকিং করা ইয়াবা গিলে পেটে করে নিয়ে আসতো। পরে ভাঙ্গায় মামুন কাজীর ভাড়া বাসায় এসে তারা পেট থেকে ইয়াবা বের করে বিক্রি করতো। 

তিনি আরও বলেন, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওই উপ-পরিচালক।

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়