শিরোনাম
◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন ◈ ডাকসুতে শিবিরের জয়—প্রচারণা, কৌশল নাকি জনপ্রিয়তা?

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১৮ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যানচেস্টার ডার্বিতে হাল্যান্ড-ফোডেনের ঝড়ে বিধ্বস্ত ইউনাইটেড

ম্যানচেস্টার ডার্বিতে আবারও ঝলসে উঠলেন আর্লিং হাল্যান্ড। দুই ম্যাচ হারের পর ম্যানচেস্টার সিটিকে যেন পিছিয়ে পড়া থেকে বেরিয়ে আসার তাগিদটাই দিলেন তিনি, আর সেই তাগিদ রূপ নিল জোড়া গোলে। পেপ গার্দিওলার দলের ১৯তম ডার্বি জয়ে এই গোল দুটিই ছিল নির্ণায়ক। এই জয়ে চার ম্যাচে সিটির পয়েন্ট ৬। আর রুবেন আমোরিমের ধুঁকতে থাকা ইউনাইটেড ৪ পয়েন্ট নিয়ে পিছিয়ে পড়েছে।

গার্দিওলার দলে ছিলেন হাল্যান্ড, অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলা জিয়ানলুইজি ডোনারুম্মা, রদ্রি, ফিল ফোডেন, রুবেন দিয়াসরা। অন্যদিকে, আমোরিমের হাতে এখনো সেরকম মানসম্পন্ন দল নেই। গত মৌসুমের বিপর্যয় যেন এবারও ফিরে না আসে, সেই সমস্যার সমাধানই তাকে করতে হবে।

এ ম্যাচে গার্দিওলা (৬) এবং আমোরিম (৪) মোট ১০টি পরিবর্তন এনেছিলেন। গার্দিওলা জেমস ট্র্যাফোর্ডের বদলে ডোনারুম্মাকে এবং আমোরিম স্ট্রাইকার বেঞ্জামিন সেসকোকে প্রথম একাদশে সুযোগ দেন। ম্যাচের শুরুতেই সেসকো একটি শট নিয়েছিলেন, কিন্তু ডোনারুম্মা তার বিশাল শরীর দিয়ে তা বাঁচিয়ে দেন।

মাঠে আমাদ দিয়ালো একটি সহজ সুযোগ নষ্ট করেন। ব্রুনো ফার্নান্দেসের পাস থেকে দর্গুর ক্রস খুঁজে নিয়েছিলেন দিয়ালো, কিন্তু কাজে লাগাতে পারেননি। এর পরপরই ফিল ফোডেন যেন শিখিয়ে দেন ফিনিশিং! রদ্রি তার সহজাত প্রতিভা দিয়ে মিডফিল্ডের ভিড়ের মধ্যেও জেমি ডোকুকে দেন সহজ পাস। এরপর বেলজিয়ান উইঙ্গার ঝড়ের বেগে লুক শ’কে পেছনে ফেলে ইউনাইটেডের বক্সের ঢুকে যান। তার প্রথম ক্রস ফিরে এলে দ্বিতীয় ক্রসটি যায় ফোডেনের কাছে। ফোডেন দুর্দান্ত হেডে আলটে বাইন্দিরকে পরাস্ত করে গোল করেন।

দ্বিতীয়ার্ধে ডোকুর দারুণ একটি পাস খুঁজে নেয় হাল্যান্ডকে। দ্রুত এগিয়ে বাইন্দিরের মাথার উপর দিয়ে বল জালে পাঠান এই নরওয়েজিয়ান গোলমেশিন। ম্যানচেস্টারের লাল অংশের দর্শকরা তখন ভেতরে ভেতরে বেদনায় নীল!

অবশেষে বার্নার্ডো সিলভার পাস থেকে হাল্যান্ড মাঝমাঠ থেকে বল নিয়ে ম্যাগুয়ারকে পেছনে ফেলে বাইন্দিরকে পরাস্ত করে ঠাণ্ডা মাথায় গোল করেন।

গার্দিওলার দলে ছিলেন হাল্যান্ড, অভিষেক ম্যাচে দুর্দান্ত খেলা জিয়ানলুইজি ডোনারুম্মা, রদ্রি, ফিল ফোডেন, রুবেন দিয়াসরা। অন্যদিকে, আমোরিমের হাতে এখনো সেরকম মানসম্পন্ন দল নেই। গত মৌসুমের বিপর্যয় যেন এবারও ফিরে না আসে, সেই সমস্যার সমাধানই তাকে করতে হবে।

প্রিমিয়ার লিগে দায়িত্বে থাকার ৩১ ম্যাচে আমোরিমের দল মাত্র ৩১ পয়েন্ট পেয়েছে, যা রীতিমত রেলিগেশন পর্যায়ের পারফরমেন্স। রেড ডেভিলরা এখনো কল্পনা, কৌশল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সৃজনশীলতার অভাবে ভুগছে। স্যার অ্যালেক্স ফার্গুসনের অবসরের ১২ বছর পরও ইউনাইটেড কবে তাদের এই খারাপ সময় শেষ করবে, সেটাই এখন বড় প্রশ্ন।  উৎস: বণিক বার্তা 

  • সর্বশেষ
  • জনপ্রিয়