শিরোনাম
◈ দেশে নিবন্ধিত কোচিং সেন্টার ৬,৫৮৭, অনিয়ন্ত্রিত আরো বহু; নীতিমালা শূন্যতায় বাড়ছে বাণিজ্যিকীকরণ ◈ অনলাইন জুয়ার অর্থ লেনদেনে দুই অভিনেত্রী গোয়েন্দা নজরে ◈ রাবি হল সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৩৯ প্রার্থী ◈ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে যেভাবে ধরা পড়ল ৫০ প্রতারক! (ভিডিও) ◈ জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসসহ কয়েকটি দল যুগপৎ আন্দোলনে নাম‌ছে, কিন্তু কেন ◈ ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল ◈ পিআর আদায়ে আন্দোলনে রাজনৈতিক দলগুলোতে মতভেদ ◈ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হচ্ছে ভারতীয় ২০০ কোচ ◈ ফরিদপুরে মহাসড়ক-রেলপথ অবরোধের ঘটনায় ৯০ জনের নামে মামলা ◈ জাতিসংঘে প্রেসিডেন্ট পদে লড়বে বাংলাদেশ, প্রতিদ্বন্দ্বী ফিলিস্তিন

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভ্যালেন্সিয়ার জা‌লে বার্সেলোনার ৬ গোল

স্পোর্টস ডেস্ক: এ যে‌নো ভ‌্যা‌লে‌ন্সিয়ার অসহায় আত্মসমার্পন। গোল কর‌তে পা‌রে‌নি, এম‌নি গো‌লের সু‌যোগও তৈ‌রি কর‌তে পা‌রে‌নি। এক কথায় ভ্যালেন্সিয়াকে কোনো সুযোগ না দি‌য়ে বার্সেলোনার ৬-০ গোলে ম‌্যাচ জি‌তে নেয়। 

বিশাল এই জয়ে ফারমিন লোপেজ, রাফিনহা ও রবার্ট লেভান্ডোভস্কি প্রত্যেকে ২টি করে গোল করেছেন। বার্সা-ও লা লিগা টেবিলে দিয়েছে বিশাল লাফ। পাঁচ থেকে একেবারে দুইয়ে চলে এসেছে তারা। ৪ ম্যাচে পয়েন্ট হলো ১০। ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়া ৪ পয়েন্ট নিয়ে রয়েছে ১৫ নম্বরে।

৬ গোল দিলেও ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে গোলের খাতা খুলতে খুলতে ২৯ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় বার্সাকে। কয়েকটি সুযোগ মিসের পর ফেরান তোরেসের অ্যাসিস্টে বার্সেলোনাকে লিড এনে দেন ফারমিন লোপেজ। প্রথমার্ধে গোল হয়েছিল ওই একটিই।

দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটের ব্যবধানে বার্সেলোনা করে ৩ গোল। বদলি নামা রাফিনহা প্রথম জালের দেখা পান ৫৩ মিনিটে। এরপর ৩ মিনিট পর বুলেট গতির শটে জোড়া গোল পূর্ণ করেন লোপেজ। ডি বক্সের অনেকটা দূর থেকে লোপেজ এত জোরে শট নেন যে, ভ্যালেন্সিয়া গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও জাল অক্ষত রাখতে পারেননি।

রাফিনহা জোড়া গোলের দেখা পান ৬৬ মিনিটে। ব্রাজিলিয়ান তারকা লোপেজের দূর থেকে তুলে দেওয়া বল দুই ডিফেন্ডারকে পরাস্ত করে দখলে নেন। এরপর কাছের পোস্ট দিয়েই গোল আদায় করে নেন।

বদলি হিসেবে নেমেছিলেন রবার্ট লেভান্ডোভস্কিও। পরের দুটি গোলই আসে তার পা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়