শিরোনাম
◈ কিশোরগঞ্জ সম্মেলনে যাওয়ার জন্য স্থগিতাদেশ উঠিয়ে দিন, না হলে ভিন্ন পথ নেবো, জানালেন ফজলুর রহমান ◈ দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন অস্থিরতা ◈ হ‌্যান্ড‌শেক না করায় অপরাধ হিসা‌বে ভারতের ম‌্যাচ ফি ৫০ ভাগ একং ২‌টি ডি‌মে‌রিট প‌য়েন্ট জ‌রিমানা হ‌তে পা‌রে ◈ এআই, কোয়ান্টাম ও নিউক্লিয়ার এনার্জিতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের বড় চুক্তি ◈ উগ্রপন্থা, সীমান্ত অচলাবস্থা ও রাজনৈতিক অস্থিরতা—বাংলাদেশসহ পাঁচ প্রতিবেশীকে ‘হুমকি’ মনে করছে ভারত ◈ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ ◈ আরব আমিরাতকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান  ◈ অবশেষে কমল সোনার দাম ◈ মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে চার সংগঠনকে সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করল যুক্তরাষ্ট্র! ◈ সময়সীমা বেঁধে দিয়ে বাংলাদেশকে জাতিসংঘের চিঠি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোল শূন্য ড্র 

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোল শূন্য ড্র 

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : বিশ্বকাপ ফুটবলের আনন্দ উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জমকালো প্রীতি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়৷ এ ম্যাচে ব্রাজিলের ১৭ জন ও আর্জেন্টিনার ১৭ জন খেলোয়াড় মাঠে ছিলেন।

৫০ মিনিটের ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের একটি গোল ব্রাজিলের জালে ঢুকলেও দায়িত্বপ্রাপ্ত রেফারি ইব্রাহিম খলিল তা অফসাইড ঘোষণা করেন। এতে ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

ব্রাজিল একাদশের অধিনায়ক ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু। অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, যুবলীগ নেতা রেজাউল করিম জেনি, আশরাফুল আলম, ছগির আহমেদ, ছাত্রলীগ নেতা জিয়াউল করিম নিশানসহ ১৭ জন।

আর্জেন্টিনা একাদশের অধিনায়ক ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না। অন্যরা হলেন- জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস, ইবনে জিসাদ আল নাহিয়ান, মোহাম্মদ সোহেল, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ রাজু ও তারেক উদ্দিন মুন্সিসহ ১৭ জন।

ব্রাজিলের অধিনায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা লক্ষ্মীপুরসহ সারাদেশে বিরাজ করছে। আমরা ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা প্রীতি ফুটবল খেলেছি। দারুণ উপভোগ্য ছিল ম্যাচটি। রাতে ব্রাজিলের ম্যাচ আছে। ছন্দময় খেলা উপহার দিয়ে ম্যাচটি ব্রাজিলই জিতবে বলে আশাবাদী।

আর্জেন্টিনার অধিনায়ক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের এ ম্যাচে বিশ্বকাপ ফুটবলে আমেজ ছিল। সবাই দারুণ খেলেছে। আর্জেন্টিনা সমর্থকরা এক গোল দিয়েছে। কিন্তু রেফারি তা অফসাইড দিয়ে দিয়েছে।

ব্রাজিল সমর্থক কেন্দ্রীয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটওয়ারী বলেন, অসাধারণ একটি ম্যাচ ছিল। অনেক দিন পর মাঠে নেমে ফুটবল খেলেছি। সহযোদ্ধাদের সঙ্গে দারুণ একটি সময় কেটেছে। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়