শিরোনাম
◈ তরুণ ক্রিকেটার তানভীরের ফাইফারে সিরিজ সমতায় বাংলাদেশ ◈ 'শিক্ষা ও স্বাস্থ্য দখল করেছে জামায়াত': গয়েশ্বর চন্দ্র রায় ◈ ১৪ হাজার কোটি রুপি কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি (ভিডিও) ◈ মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে গ্রাম্য সালিস থেকে রক্তাক্ত ট্র্যাজেডি ◈ জাতীয় নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই: কেরানীগঞ্জে বিএনপি সমাবেশে সালাহ উদ্দিন আহমদের হুঁশিয়ারি ◈ তুর্কমেনিস্তানকে কাঁ‌পি‌য়ে দি‌লো বাংলা‌দেশ, এশিয়ান কাপে যাচ্ছে ঋতুপর্ণারা ◈ চী‌নে জু‌নিয়র হ‌কি‌তে একদিনে বাংলাদেশ পুরুষ ও নারী দ‌লের জয় ◈ কত টাকার বিনিময়ে মানববন্ধনে এসেছেন তারা, এদের পরিচয় কী? আরো যা জানাগেল (ভিডিও) ◈ ঠাকুরগাঁও সীমান্তে আবারো বিএসএফের ‘পুশ ইন’, ৬ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি ◈ বি‌সি‌বি ও বি‌সি‌সিআই সর্বসম্ম‌তিক্রমে সি‌রিজ স্থ‌গিত কর‌লো, আগ‌স্টে আস‌ছে না ভারত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোল শূন্য ড্র 

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোল শূন্য ড্র 

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : বিশ্বকাপ ফুটবলের আনন্দ উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জমকালো প্রীতি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়৷ এ ম্যাচে ব্রাজিলের ১৭ জন ও আর্জেন্টিনার ১৭ জন খেলোয়াড় মাঠে ছিলেন।

৫০ মিনিটের ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের একটি গোল ব্রাজিলের জালে ঢুকলেও দায়িত্বপ্রাপ্ত রেফারি ইব্রাহিম খলিল তা অফসাইড ঘোষণা করেন। এতে ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

ব্রাজিল একাদশের অধিনায়ক ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু। অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, যুবলীগ নেতা রেজাউল করিম জেনি, আশরাফুল আলম, ছগির আহমেদ, ছাত্রলীগ নেতা জিয়াউল করিম নিশানসহ ১৭ জন।

আর্জেন্টিনা একাদশের অধিনায়ক ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না। অন্যরা হলেন- জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস, ইবনে জিসাদ আল নাহিয়ান, মোহাম্মদ সোহেল, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ রাজু ও তারেক উদ্দিন মুন্সিসহ ১৭ জন।

ব্রাজিলের অধিনায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা লক্ষ্মীপুরসহ সারাদেশে বিরাজ করছে। আমরা ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা প্রীতি ফুটবল খেলেছি। দারুণ উপভোগ্য ছিল ম্যাচটি। রাতে ব্রাজিলের ম্যাচ আছে। ছন্দময় খেলা উপহার দিয়ে ম্যাচটি ব্রাজিলই জিতবে বলে আশাবাদী।

আর্জেন্টিনার অধিনায়ক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের এ ম্যাচে বিশ্বকাপ ফুটবলে আমেজ ছিল। সবাই দারুণ খেলেছে। আর্জেন্টিনা সমর্থকরা এক গোল দিয়েছে। কিন্তু রেফারি তা অফসাইড দিয়ে দিয়েছে।

ব্রাজিল সমর্থক কেন্দ্রীয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটওয়ারী বলেন, অসাধারণ একটি ম্যাচ ছিল। অনেক দিন পর মাঠে নেমে ফুটবল খেলেছি। সহযোদ্ধাদের সঙ্গে দারুণ একটি সময় কেটেছে। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়