শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২২, ০৭:১৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোল শূন্য ড্র 

লক্ষ্মীপুরে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ গোল শূন্য ড্র 

জহিরুল ইসলাম, লক্ষ্মীপুর : বিশ্বকাপ ফুটবলের আনন্দ উদযাপনের লক্ষ্যে লক্ষ্মীপুরে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের জমকালো প্রীতি ম্যাচ গোল শূন্য ড্র হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়৷ এ ম্যাচে ব্রাজিলের ১৭ জন ও আর্জেন্টিনার ১৭ জন খেলোয়াড় মাঠে ছিলেন।

৫০ মিনিটের ম্যাচে আর্জেন্টিনা সমর্থকদের একটি গোল ব্রাজিলের জালে ঢুকলেও দায়িত্বপ্রাপ্ত রেফারি ইব্রাহিম খলিল তা অফসাইড ঘোষণা করেন। এতে ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

ব্রাজিল একাদশের অধিনায়ক ছিলেন লক্ষ্মীপুর জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু। অন্যরা হলেন- কেন্দ্রীয় যুবলীগের উপ পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল আজিম বাবর, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব বেলাল হোসেন ক্বারী, সাবেক ছাত্রলীগ নেতা মির্জা আমজাদ হোসেন আজিম, যুবলীগ নেতা রেজাউল করিম জেনি, আশরাফুল আলম, ছগির আহমেদ, ছাত্রলীগ নেতা জিয়াউল করিম নিশানসহ ১৭ জন।

আর্জেন্টিনা একাদশের অধিনায়ক ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না। অন্যরা হলেন- জেলা শ্রমিক লীগের আহবায়ক ইউছুফ পাটওয়ারী, যুবলীগ নেতা রাকিব হোসেন লোটাস, ইবনে জিসাদ আল নাহিয়ান, মোহাম্মদ সোহেল, ছাত্রলীগ নেতা রুবেল আহমেদ রাজু ও তারেক উদ্দিন মুন্সিসহ ১৭ জন।

ব্রাজিলের অধিনায়ক নজরুল ইসলাম ভুলু বলেন, বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা লক্ষ্মীপুরসহ সারাদেশে বিরাজ করছে। আমরা ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকরা প্রীতি ফুটবল খেলেছি। দারুণ উপভোগ্য ছিল ম্যাচটি। রাতে ব্রাজিলের ম্যাচ আছে। ছন্দময় খেলা উপহার দিয়ে ম্যাচটি ব্রাজিলই জিতবে বলে আশাবাদী।

আর্জেন্টিনার অধিনায়ক রাসেল মাহমুদ ভূঁইয়া মান্না বলেন, আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের এ ম্যাচে বিশ্বকাপ ফুটবলে আমেজ ছিল। সবাই দারুণ খেলেছে। আর্জেন্টিনা সমর্থকরা এক গোল দিয়েছে। কিন্তু রেফারি তা অফসাইড দিয়ে দিয়েছে।

ব্রাজিল সমর্থক কেন্দ্রীয় যুবলীগ নেতা সামছুল ইসলাম পাটওয়ারী বলেন, অসাধারণ একটি ম্যাচ ছিল। অনেক দিন পর মাঠে নেমে ফুটবল খেলেছি। সহযোদ্ধাদের সঙ্গে দারুণ একটি সময় কেটেছে। ম্যাচটি গোল শূন্য ড্র হয়েছে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়