শিরোনাম
◈ ভুয়া ভিডিও শেয়ার করে দুঃখ প্রকাশ ভারতীয় সাংবাদিকের ◈ যুদ্ধবিরতির পর প্রথম সেনা বৈঠকে ভারত-পাকিস্তানের গুলি না চালানোর অঙ্গীকার, সীমান্ত থেকে সেনা কমানোর সিদ্ধান্ত ◈ যে কৌশলে ভারত-পাকিস্তান পরমাণু যুদ্ধ থামিয়েছেন, জানালেন ট্রাম্প ◈ হামজা চৌধুরীর দুর্দান্ত পারফর‌মেন্স, ফাইনালে শেফিল্ড ইউনাইটেড ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু ◈ ভারতের যুদ্ধবিমান ধ্বংস করা কে এই আয়েশা ফারুক? ◈ গার্ডিয়ান থেকে বিবিসি; পশ্চিমা গণমাধ্যম কীভাবে ইসরাইলি অপরাধকে স্বাভাবিক হিসেবে প্রচার করে? ◈ রংপুর রাইডার্স এবা‌রো‌ গ্লোবাল সুপার লি‌গে অংশ নি‌চ্ছে ◈ রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন আলোনসো ◈ রিয়াল মাদ্রিদ ছেড়ে আনচেলত্তি ব্রা‌জি‌লের প্রধান কো‌চের দা‌য়িত্ব নে‌বেন ২৬ মে

প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০১:২০ রাত
আপডেট : ২৭ সেপ্টেম্বর, ২০২২, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িমারী স্থলবন্দরে দ্রুত পণ্য পাঠাতে ভারতে 'সুবিধা ডট কম' চালু

এবি সিদ্দিক, পাটগ্রাম: লালমনিরহাটের পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দরের ওপারে চাংড়াবান্ধায় একটি ‘সুবিধা ডট কম’ সেবা চালু করা হয়েছে। ব্যবসায়ীদের সুবিধা নেয়ার জন্য রাজ্য সরকার একটি অনলাইন সেবা চালু করেছে।

‘সুবিধা ডট কম’র মাধ্যমে ভারতীয় রফতানিকারকরা দ্রুত বাংলাদেশে পণ্য পাঠাতে পারবেন। ভারতের ‘সিমা সমাচার’ থেকে এই খবর জানা যায়। 

জানা যায়, ভারতীয় রফতানিকারকদের ১০ হাজার টাকা চার্জ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। যারা রেজিষ্ট্রেশন করবেন ওইসব ব্যবসায়ীদের এই সুবিধার আওতায় আর কোনো ডিটেনশন (আটক) চার্জ দিতে হবে না। রফতানিকারকরা সরাসরি চাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পণ্য বোঝাই ট্রাক বাংলাদেশের বুড়িমারী স্থলবন্দরে পাঠাতে পারবেন। ইতোমধ্যে এই সুবিধা বেনাপোল ও বোচাডাঙ্গা বর্ডারে চালু হয়েছে।

বুড়িমারী সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সায়েদুজ্জামান সায়েদ জানান, ভারত থেকে আমদানিকৃত পণ্য চাংড়াবান্ধায় দীর্ঘদিন আটকিয়ে রাখা হতো। এতে ব্যবসায়ীরা চরম হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো। এমনো দেখা গেছে, একটি ট্রাক বুড়িমারী স্থলবন্দরে ঢুকতে দু’মাস সময়ও লেগে গেছে। সেখানকার বিভিন্ন সিন্ডিকেট পণ্যবোঝাই রফতানিকৃত ট্রাকগুলো এতোদিন নিয়ন্ত্রণ করে আসছিল। এতে তাদের ৬০ হাজার টাকা পর্যন্ত ডিটেনশন চার্জ দিতে হতো। তাই এই সেবা চালু হওয়ায় শুধু ভারতের নয় বুড়িমারীর ব্যবসায়ীদেরও সুবিধা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়