শিরোনাম
◈ ইনোভেশন কনসাল্টিংয়ের জরিপ: ৪৭% মানুষের মতে তারেক রহমানই ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ◈ জাতিসংঘ শান্তি কমিশনের ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ ◈ সংবিধান সংস্কার পরিষদ কী, সরকারের ক্ষমতা হস্তান্তর নিয়ে বিতর্ক কেন? ◈ হুমকি, হয়রানি ও নিরাপত্তাহীনতায় নির্বাচনী প্রচারণা থেকে বিরতি নিচ্ছেন মেঘনা আলম ◈ রাজধানী থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার, মূল হোতা গ্রেপ্তার ◈ ঘুম থেকে উঠে মানুষ আল্লাহর নাম নেয়, একজন আছে জেগেই আমার নাম নেন : মির্জা আব্বাস ◈ নির্বাচনে নিষিদ্ধ, হাসিনা পলাতক, আওয়ামী লীগ কি টিকবে?: আল জাজিরার বিশ্লেষণ ◈ আল্লাহ সুযোগ দিলে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত হতে চাই—তারেক রহমান ◈ ম‌্যান‌চেস্টার সি‌টির কোচ পেপ গা‌র্দিওলা ফিলিস্তিন ইস্যুতে বিশ্ব নেতাদের ‘কাপুরুষ’ বললেন  ◈ আদানির সঙ্গে বিদ্যুৎ–কয়লার দাম নিয়ে বিরোধ: ব্রিটিশ আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৭:০২ বিকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ প্রস্তুতি বিজিবি’র, রাজশাহী সেক্টরে মোতায়েন প্রায় ৪ হাজার সদস্য

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পূর্বপরিকল্পিত প্রস্তুতি সম্পন্ন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১)। নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে সর্বোচ্চ সতর্ক অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাহিনীটি।

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগরীর পোষ্টাল একাডেমি সংলগ্ন মহাসড়কের পাশে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবি-১ এর সেক্টর কমান্ডার কর্ণেল সৈয়দ মোহাম্মদ কামাল হোসেন।

তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং নির্বাচন কমিশনের সকল নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করবে। নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে বিজিবি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে।

নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিজিবি ইতোমধ্যে মাঠে অবস্থান নিয়েছে। ভোটাররা যাতে ভয়মুক্ত পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায়ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সীমান্তে টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি করে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচারসহ সকল প্রকার অপরাধ দমনে বিজিবি অতিরিক্ত সতর্ক অবস্থানে রয়েছে।

সেক্টর কমান্ডার জানান, রাজশাহী সেক্টরের আওতাধীন ৭টি জেলা, ৬২টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনসহ মোট ৩৭টি সংসদীয় আসনে ৬৫টি বেইজ ক্যাম্পে ১৪৬টি প্লাটুন (তিনটি সংরক্ষিতসহ) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। পাশাপাশি ৭৬টি সীমান্ত পোস্টে স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রতিটি পোস্টে ১০ জন করে সদস্যসহ প্রায় ৪ হাজার বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স ব্যবস্থা সর্বদা প্রস্তুত রয়েছে।

রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আধুনিক দুইটি এপিসিসহ একটি প্লাটুন বিজিবি কুইক রেসপন্স ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে। এছাড়া রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় ক-৯ ইউনিটের ৭টি প্রশিক্ষিত কুকুরসহ একটি প্লাটুন মোতায়েন থাকবে।

পদ্মা ও মহানন্দা নদীতে ১৫টির বেশি স্পিডবোট ও ফাস্ট পেট্রোল ক্রাফটসহ ৫টি প্লাটুন বিজিবি সদস্য নদী পেট্রলে নিয়োজিত থাকবে। প্রতিটি ইউনিট ড্রোনের মাধ্যমে গোয়েন্দা নজরদারি চালাবে এবং অতিরিক্ত বেইজ স্টেশন ও রিপিটার স্থাপনের মাধ্যমে নিরবচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

বিজিবি সদর দপ্তর থেকে র‌্যাপিড অ্যাকশন টিম ও হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স যেকোনো সময় ঘটনাস্থলে পৌঁছাতে প্রস্তুত থাকবে। সেক্টর হেডকোয়ার্টার্স সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং অধীনস্থ ইউনিটগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে।

কর্ণেল কামাল হোসেন বলেন, সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে। সংবিধান ও আইনের প্রতি অবিচল থেকে বিজিবি তাদের দায়িত্ব পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়