হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: পে স্কেল বাস্তবায়ন ও জ্বালানি উপদেষ্টার বক্তব্য প্রত্যাহারের দাবিতে ফরিদপুরে সরকারি গাড়ি চালকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনে সরকারি গাড়ি চালক সমবায় সমিতি লিমিটেডের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। দেশব্যাপী ঘোষিত আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. হাসমত আলী। বক্তব্য রাখেন মাসুদ আহমেদ লিটন, মো. আব্দুর রাজ্জাক, মোহাম্মদ রিয়াজ, আব্দুর রহমান ও সুধাংশু রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে পে স্কেল বাস্তবায়ন না হওয়ায় সরকারি গাড়ি চালকরা চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন। ২০২০ সালে পে স্কেল কার্যকরের ঘোষণা থাকলেও তা এখনো বাস্তবায়ন হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একাধিকবার দাবি জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, এ অবহেলা ও অনিশ্চয়তার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অসন্তোষ বাড়ছে। তারা স্পষ্ট করে জানান, এ আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই; এটি কেবল ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন।
সমাবেশ থেকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দেন আন্দোলনকারীরা।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পে স্কেল বাস্তবায়নের দাবিতে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।