শিরোনাম
◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু ◈ নির্বাচনে পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার প্রমাণ দেবে: আইজিপি বাহরুল আলম ◈ দেশে ড্রোন কারখানা স্থাপনে চীনের সঙ্গে জি-টু-জি চুক্তি ◈ ভোটগ্রহণের দিনে দেশজুড়ে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি ইসির ◈ নির্বাচনে সেনাসদস্যদের নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের ◈ নির্বাচনের আগে-পরে যান চলাচলে কড়াকড়ি, যে নির্দেশনা দিল ইসি ◈ গণভোট ও নির্বাচন: সরকারের পাশে ইউরোপীয় ইউনিয়ন ◈ ভাবটা এমন আওয়ামী লীগকে সরানো হয়েছে বিএনপিকেও তাড়ানো হবে, বিএনপি বানের জলে ভেসে আসেনি : মির্জা আব্বাস 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ০৭:১৭ বিকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর-৩: এক মঞ্চে সকল প্রার্থী, জনগণের মুখোমুখি হয়ে প্রার্থীদের নানান প্রতিশ্রুতি

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এ জনগণের মুখোমুখি অনুষ্ঠানে সুজন (সুশাসনের জন্য নাগরিক) এর আয়োজনে লক্ষ্মীপুর-৩ আসন নির্বাচনী এলাকায় একই মঞ্চে উঠেছেন প্রতিবন্ধী ৬ জন প্রার্থী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১টায় শহীদ মিনার প্রাঙ্গণে মুখোমুখি অনুষ্ঠানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা। সুজনের সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে তারা উপস্থিত হন। এইসময় জনগণের মধ্য থেকে তিনটি করে প্রশ্নের উত্তর দেন প্রার্থীরা।

এ সময় বিএনপির প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জনগণের প্রশ্নের জবাবে বলেন, উন্নয়নে বিশ্বাসী বিএনপি, তাই ফ্যামিলি কার্ডসহ শিক্ষার মানোন্নয়ন ও এলাকার ব্যাপক উন্নয়নে ধানের শীষে ভোট প্রদানের আহবান জানান তিনি। এছাড়া সন্ত্রাস ও মাদকমুক্ত লক্ষ্মীপুর গঠনে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার অঙ্গীকারও করেন তিনি।

জামায়াত ইসলামীর প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম বেকারত্ব দূরীকরণ, চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত লক্ষ্মীপুর গড়তে দাঁড়িপাল্লায় ভোট চান।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: ইব্রাহীম বলেন, ইসলামী সমাজ প্রতিষ্ঠায় ও দুর্নীতি মুক্ত সুস্থ, সুন্দর সমাজ গঠনে হাত পাখায় ভোট প্রদানের বিকল্প নাই। এছাড়া অন্যান্য দলের প্রার্থীরাও এলাকার উন্নয়নে তাদের বক্তব্য তুলে ধরেন।

অনুষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রদান, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠান, সংস্কারের স্বপক্ষে গণভোট প্রদান বিষয় বিশেষ গুরুত্ব পায়।

এ সময় বিভিন্ন রাজনীতিক দলের নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়