শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:৩২ বিকাল
আপডেট : ০৪ জানুয়ারী, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কিশোরগঞ্জে ৩টি আসনে ১০জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ জেলার ৬ টি সংসদীয় আসনের মধ্যে ৪-৫-৬ এই তিনটি আসনে মোট ২৯ জন প্রার্থীর মধ্যে ১০ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১ টা পর্যন্ত কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার সভাপতিত্বে প্রথম ধাপে জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)মোহাম্মদ নাহিদ হাসান, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোরসেদ আলম, স-স উপজেলার নির্বাহী কর্মকর্তাগনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে তথ্যের গড়মিলসহ বিভিন্ন কারণে কিশোরগঞ্জে-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে ৪ জন, কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনে ২ জন, কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনে ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানায়, কিশোরগঞ্জ-৪ এ বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খায়রুল ইসলাম ঠাকুর যথাযথ প্রক্রিয়া দাখিল না করায়, স্বতন্ত্র প্রার্থী ডাঃ মো. শাহীন রেজা চৌধুরীর মনোনয়ন দাখিলে হলফনামায় স্বাক্ষর না থাকায় ও স্বতন্ত্র প্রার্থী আবদুর রহিম মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা'র ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-৫ এ স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল মামলা সংক্রান্ত তথ্য গোপন করায় ও স্বতন্ত্র প্রার্থী এ এইচ এম কাইয়ুম (হাসনাত কাইয়ুম) ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।

কিশোরগঞ্জ-৬ এ জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ আয়ুব হোসেন সম্পদ ও দায়, বার্ষিক আয়ের বিবরণী তথ্য না দেয়ায় বাতিল, কমিউনিস্ট পার্টির ডা. মোহাম্মদ হাবিল মিয়া সম্ভাব্য অর্থ প্রাপ্তি, সম্পদ ও দায়ের তথ্য অসম্পূর্ণ থাকায় বাতিল, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. নজরুল ইসলাম সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায় বাতিল, ১ শতাংশ সর্মথকের ভোটের তথ্য সঠিক না থাকায় বাতিল স্বতন্ত্র প্রার্থী শরীফুল হক জয়।

উল্লেখ্য যে, তিনটি সংসদীয় আসনের সকল স্বতন্ত্র প্রার্থীই তাদের প্রার্থীতা বাতিলে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যাক্ত করে এবং আপিলসহ আইনি পদক্ষেপ ও প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যম জানান।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লা জানান, প্রথম ধাপে আজ শনিবার ৩টি সংসদীয় আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এতে তথ্যের অসঙ্গতিসহ নানা কারণে ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সঙ্গে ১৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়