শিরোনাম
◈ ২০২৬ সালে ভ্রমণের জন্য সেরা ২০ আন্তর্জাতিক গন্তব্য ◈ ১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ◈ গণভোটের প্রচারে সরকারের উদ্যোগ: জনগণকে জানাতে সকল বিভাগে বড় আয়োজন ◈ মোস্তাফিজের শেষ ওভারের ম্যাজিকে ঢাকাকে হারিয়ে রংপুরের শ্বাসরুদ্ধকর জয় ◈ মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর সংখ্যা ১৮৪২, বাতিল ৭২৩ ◈ দক্ষিণ এশিয়ার কৌশলগত পরিবর্তনে কূটনৈতিক উদ্যোগে মার খাচ্ছে ভারত ◈ গুমের পেছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য, চূড়ান্ত প্রতিবেদনে কমিশন ◈ দিল্লিতে বসে থাকা ‘বোন’ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠান: মোদিকে আসাদুদ্দিন ওয়াইসি ◈ ভেনেজুয়েলায় মার্কিন হামলা, এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া ◈ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে যৌথবাহিনীর অভিযান শুরু

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ০৫ জানুয়ারী, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নোয়াখালীর ৬টি আসনে ৬২ প্রার্থীর মধ্যে ৪৭ প্রার্থীর মনোনয়ন বৈধ, বাতিল ১৫

নোয়াখালী প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নোয়াখালীর ৬টি সংসদীয় আসনে ৬২ জন প্রার্থীর মধ্যে ৪৭জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম। একই সঙ্গে ১৫জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম।

নোয়াখালী-১: আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন ও জামায়াতে ইসলামী মনোনীত মো. ছাইফ উল্যাহ সহ ৭ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্ত৷ স্বতন্ত্র ১জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-২: আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সাইয়েদ আহমদ, জাতীয় পার্টির মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মো. তোফাজ্জল হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের খলিলুর রহমান, এনসিপির সুলতান মুহাম্মদ জাকারিয়া মজুমদার ও কাজী মোহাম্মদ মফিজুর রহমান স্বতন্ত্রকে বৈধ ঘোষণা করা হয়। আয়কর রিটার্ন দাখিল না করা ও ঋণ খেলাপির কারণে জেএসডির মোশাররফ হোসেন মন্টু এবং স্বতন্ত্র আবুল কালাম আজাদ ও সৈয়দ নজরুল ইসলামের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা৷ ১০টি মনোনয়ন ফরমের মধ্যে ৩জনের মনোনয়ন বাতিল করা হয়। 

নোয়াখালী-৩: বাংলাদেশ জাতীয়বাদি দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান বরকম উল্যাহ বুলু, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা বোরহান উদ্দিন,  মোহাম্মদ সিরাজ মিয়া জেএসডি, বাংলাদেশ খেলাফত মজলিস মোরশেদ আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের নুর উদ্দিন, স্বতন্ত্র শরিফ আহমেদ, রাজিব উদ্দৌলা চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। মোট ৭জন প্রার্থীর মধ্যে ৪জনের মনোহনপত্র বৈধ এবং ৩জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

নোয়াখালী-৪: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. শাহজাহান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর ইসহাক খন্দকার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী ইউনুস নবী, জাতীয় পার্টির মো. শরিফুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফিরোজ আলম মাসুদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)র বিটুল চন্দ্র তালুকদার, গণ-অধিকার পরিষদের আবদুজ জাহেরকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা। স্বতন্ত্র প্রার্থী মো. ইশতিয়াক হোসেনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ৮জন প্রার্থীর মধ্যে ৭জনকে বৈধ এবং ১জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-৫: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত মোহাম্মদ ফখরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ বেলায়েত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নাছের, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মো. শামসুদ্দোহা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) মুন তাহার বেগম, জাতীয় পার্টির খাজা তানভীর আহাম্মদ, খেলাফত মজলিসের আলী আহমদ, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোহাম্মদ আনিসুল হক,  ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও জনতার দল মো. শওকত হোসেনের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসিম উদদীন মওদুদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।

এদিকে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও জনতার দল মোঃ শওকত হোসেনের আয়কর রিটার্ন না থাকায় মনোনয়ন স্থগিত এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) মোঃ কামাল উদ্দিন পাটোয়ারীকে ঋণ খেলাপীর কারনে ও স্বতন্ত্র প্রার্থী ওমর আলী, মোহাম্মদ নওশাদ, মোহাম্মদ ইউনুসের মনোনয়ন বাতিল ঘোষণা করেছেন৷  এই আসনে ১৫ জন প্রার্থীর মধ্যে ১১জনকে বৈধ, ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন রিটার্নিং কর্মকর্তা৷ 

নোয়াখালী-৬ আসনে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী আবদুল হান্নান মাসউদ, বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহবুবের রহমান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শাহ মোহাম্মদ মাহফুজুল হক, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফজলুল আজিম’সহ ১১ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ২জন স্বতন্ত্র’সহ ৩ জনের প্রার্থীতা বাতিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়