শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৭:৪০ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জুড়ী সীমান্তের আড়ালে ইয়াবার ছায়াবাণিজ্য: মাদক ও যানবাহনসহ ১৬ লাখ ৪৬ হাজার টাকার সিজার, গ্রেপ্তার ১

মোঃ জালাল উদ্দিন, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে প্রায় ১১ লাখ ৪৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ আব্দুস সালাম (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ও যানবাহনসহ মোট সিজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) অত্র ব্যাটালিয়নের অধীনস্থ ফুলতলা বিওপি’র একটি বিশেষ টহলদল আনুমানিক দুপুর ১২টা ১০ মিনিটে সীমান্ত থেকে প্রায় এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলাধীন ৭ নম্বর ফুলতলা ইউনিয়নের ফুলতলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে সন্দেহভাজন আব্দুস সালামকে আটক করা হলে তার কাছ থেকে ৩ হাজার ৮২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের আনুমানিক সিজার মূল্য ১১ লাখ ৪৬ হাজার টাকা এবং ব্যবহৃত সিএনজি অটোরিকশার মূল্য প্রায় ৫ লাখ টাকা। এসব মিলিয়ে উদ্ধারকৃত মালামালের মোট সিজার মূল্য ১৬ লাখ ৪৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আটককৃত ব্যক্তি মোঃ আব্দুস সালাম (৫৫), পিতা মোঃ ওসমান আলী। তিনি মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ডাকঘরের পশ্চিম বটুলী গ্রামের বাসিন্দা।

বিজিবি জানায়, আটককৃত আসামিসহ উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ও জব্দকৃত অন্যান্য মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জুড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়