শিরোনাম
◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত ◈ রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ও আশপাশের এলাকায় ড্রোন উড়ানো নিষিদ্ধ ◈ সরকারের অবস্থান স্পষ্ট, আ.লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রেস সচিব (ভিডিও) ◈ চূড়ান্ত সিদ্ধান্ত রুমিন ফারহানার, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিলেন মনোনয়ন

প্রকাশিত : ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৬:৩৩ বিকাল
আপডেট : ২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে মানসিক ও বাক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার

আদনান হোসেন, সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে উপজেলা পরিষদের পুকুর থেকে সন্ধ্যা রানী পাল (৬৫) নামে এক মানসিক ও বাক প্রতিবন্ধী বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়েছে।প্রাথমিকভাবে পুলিশের ধারণা, তিনি দুর্ঘটনাবশত পানিতে ডুবে মারা যেতে পারেন।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ধামরাই পৌর সভার বড়বাজার এলাকায় উপজেলা পরিষদের ইউএনওর বাসভবনের পাশের একটি পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা বিষয়টি সংশ্লিষ্টদের জানায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

নিহত সন্ধ্যা রানী পাল ধামরাই পৌরসভার বড়বাজার এলাকার মৃত নিপেন্দ্র পালের কন্যা। তিনি অবিবাহিত ছিলেন এবং ভাইদের পরিবারের সঙ্গে বসবাস করতেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা রানী পাল উপজেলা পরিষদের পাশেই থাকতেন। তিনি নিয়মিত আশপাশ এলাকায় ঘোরাফেরা করতেন এবং গোসলসহ বিভিন্ন কাজে উপজেলা পরিষদের পুকুরটি ব্যবহার করতেন। তবে তিনি সাঁতার জানতেন না। ভোরের দিকে বাড়ি থেকে বের হয়ে উপজেলা পরিষদ এলাকায় গেলে অসাবধানতাবশত পুকুরে পড়ে ডুবে যান বলে ধারণা করা হচ্ছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পানিতে ডুবে মৃত্যুর আলামত পাওয়াগেছে।পরিবারের আবেদনের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তারা সৎকারের প্রস্তুতি নিচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়