শিরোনাম
◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২৫, ০৭:০৯ বিকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে রাজশাহী থেকে ঢাকামুখী বিএনপির ৩৫ হাজার নেতাকর্মী

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে রাজশাহী থেকে প্রায় ৩৫ হাজার নেতাকর্মী ও সমর্থক ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। ট্রেন, বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়িতে করে তারা রাজধানীর উদ্দেশ্যে রওনা হবেন।

যদিও রাজশাহী থেকে সরাসরি কোনো স্পেশাল ট্রেন নেই, তবে নিয়মিত চলাচলকারী ট্রেনগুলোতে অতিরিক্ত বগি সংযোজনের উদ্যোগ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকাগামী কয়েকটি স্পেশাল ট্রেন চলাচল করবে।

রাজশাহী বিএনপির একটি সূত্র জানায়, মহানগর ও জেলা মিলিয়ে ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। দলীয়ভাবে বাসের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অনেক নেতাকর্মী নিজ উদ্যোগে ট্রেন ও ব্যক্তিগত যানবাহনে ঢাকায় যাচ্ছেন। জেলার বিভিন্ন উপজেলা থেকে বাসগুলো আগের দিন ও রাতে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ে সূত্রে জানা গেছে, আগামী ২৫ ডিসেম্বর চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো—পঞ্চগড়-ঢাকা, চাটমোহর-ঢাকা, যশোর-ঢাকা ও খুলনা-ঢাকা। নাটোর-ঢাকার একটি স্পেশাল ট্রেনের অনুমোদন চাওয়া হয়েছে। এসব ট্রেনের যাত্রী ধারণক্ষমতা প্রায় তিন হাজার।

এছাড়া ওইদিন নিয়মিত চলাচলকারী একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে। এ কারণে স্বল্প দূরত্বের কয়েকটি কমিউটার ট্রেন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে রেলওয়ে।

রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগর থেকে অন্তত ৭০টি বাস ছাড়াও মাইক্রোবাস ও কারে নেতাকর্মীরা ঢাকায় যাবেন। স্পেশাল ট্রেন ও অতিরিক্ত বগির ব্যবস্থাও করা হয়েছে। মহানগর থেকে ১৫-১৬ হাজার নেতাকর্মী যাওয়ার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।”

রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “রাজশাহী-৬ আসন থেকেই ৪-৫ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। জেলার সব উপজেলা মিলিয়ে ২২ থেকে ২৫ হাজার নেতাকর্মী যাওয়ার কথা রয়েছে। বাস, মাইক্রোবাস ও ট্রেন—সব মাধ্যমেই যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে।”

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) ফরিদ আহমেদ বলেন, “২৫ ডিসেম্বর চারটি স্পেশাল ট্রেন চলাচল করবে। পাশাপাশি রাজশাহী-ঢাকা রুটের একাধিক ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে, যাতে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন হয়।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়