শিরোনাম
◈ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা ঘটতে যাচ্ছে আজ: সালাহউদ্দিন আহমদ (ভিডিও) ◈ সিলেট পৌঁছেছেন তারেক রহমান ◈ আজ রাজধানীতে চলাচলে মানতে হবে যেসব নির্দেশনা ◈ হাদি হত্যাকাণ্ডের পর নিরাপত্তা শঙ্কা: গুরুত্বপূর্ণ ১২৭ নেতা নিরাপত্তা ঝুঁকিতে ◈ ৩০০ ফিট ও কুড়িল এলাকায় জনসমাগম, প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স ◈ ১৭ বছর পর তারেক রহমানের প্রত্যাবর্তন: কনকনে শীত উপেক্ষা করে সূর্যোদয়ের আগেই পূর্বাচলে মানুষের ঢল (ভিডিও) ◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেঘনায় ধরা পড়ল ৬ মণের শাপলা পাতা মাছ, বিক্রি হলো ৭৫ হাজার টাকায়

লক্ষ্মীপুরের রামগতিতে মেঘনা নদীতে জেলেদের জালে প্রায় ৬ মণ ওজনের শাপলা পাতা মাছ ধরা পড়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণে মেঘনা নদীর মোহনায় কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে এদিন বিকেলে উপজেলার বড়খেরী মাছঘাটে তোলা হলে মাছটি নিলামে ৭৫ হাজার টাকায় বিক্রি হয়। স্থানীয়ভাবে মাছটি হাউস মাছ হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্র জানায়, দড়ি দিয়ে বেঁধে বাঁশে ঝুলিয়ে ১০ জন জেলে নৌকা থেকে মাছটি বড়খেরী ঘাটে নিয়ে আসে। মাছঘাটে মোতালেব বেপারীর আড়তে মাছটির নিলামে তোলা হয়। স্থানীয় পাইকারি মাছ ব্যবসায়ী কৃষ্ণ বেপারী ৭৫ হাজার টাকায় মাছটি কিনে নেন। 

আড়তদার মোতালেব বেপারী বলেন, সম্প্রতি মেঘনা নদীর বিভিন্ন এলাকায় শাপলা পাতা মাছ ধরা পড়ছে।

মূলত এই মাছ সাগরে থাকে। স্রোতে মাছ নদীতে চলে এসেছে। কীর্তন মাঝির জালে মাছটি ধরা পড়লে তিনি আমার আড়তে নিয়ে আসেন। কৃষ্ণ বেপারী মাছটি ৭৫ হাজার টাকায় নিলামে কিনে নিয়েছেন।

কৃষ্ণ বেপারী বলেন, হাউস মাছ সচরাচর পাওয়া যায় না। এই মাছের ব্যাপক চাহিদা রয়েছে। যে দামে কিনেছি, এর চেয়ে ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।

মাছ বিক্রেতা কীর্তন মাঝি বলেন, অনেক দিন ধরেই জালে তেমন মাছ ধরা পড়ে না। এতে অর্থকষ্টে ছিলাম।

বড় একটি শাপলা মাছ ধরা পড়ায় ৭৫ হাজার টাকায় বিক্রি করতে পেরেছি।

সূত্র: কালের কণ্ঠ

  • সর্বশেষ
  • জনপ্রিয়