শিরোনাম
◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান ◈ নরসিংদী কেন ভূমিকম্পের কেন্দ্র? ◈ ১০০ বছর বড় কম্পন নেই—আজকের ভূমিকম্প বড় বিপদের ইঙ্গিত, বলছেন বিশেষজ্ঞরা ◈ বাংলাদেশ ম্যাচের আগে জার্মানিকে উড়িয়ে দিলো থাইল্যান্ড  ◈ আয়ারল‌্যান্ডের বিরু‌দ্ধে বিশাল লিড নেওয়ার পথে বাংলাদেশ  ◈ ওয়াশিংটন ডিসিতে ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েন স্থগিত করলেন বিচারক

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫, ০৭:১২ বিকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে প্রতি শুক্রবার মাংস নিয়ে অসহায়দের পাশে বিসমিল্লাহ গোস্তের দোকানের মতিন

মৌলভীবাজার জেলা প্রতিনিধি, মোঃ জালাল উদ্দিন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সমাজসেবার এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছেন ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’-এর স্বত্বাধিকারী মোঃ মতিউর রহমান (মতিন)।

আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) তার মানবিক কার্যক্রমের ধারাবাহিকতায় আরও একজন অসহায় ব্যক্তির হাতে ১ কেজি গরুর মাংস তুলে দেন তিনি।

২০২৫ সালের আগস্ট থেকে শুরু হওয়া এই উদ্যোগে মতিউর রহমান প্রতি শুক্রবার নিজের সামর্থ্য অনুযায়ী একজন গরিব, অসচ্ছল, অসহায় বা প্রতিবন্ধী মানুষের হাতে ১ কেজি করে গরুর মাংস দিচ্ছেন নিয়মিতভাবে। পেশাগত জীবনে একজন সাধারণ ব্যবসায়ী হয়েও দরিদ্র মানুষের প্রতি তার আন্তরিকতা, সহানুভূতি ও মানবিকতা তাকে স্থানীয়দের কাছে একজন অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।

শুধু মাংস বিতরণই নয়—সহায়তাপ্রাপ্ত ব্যক্তিদের প্রকৃত আর্থিক অবস্থা, পরিবারের সদস্য সংখ্যা, দৈনন্দিন আয়-ব্যয়সহ সামগ্রিক পরিস্থিতি তিনি ব্যক্তিগতভাবে খোঁজ নিয়ে দেখেন। কারও জীবনযাত্রা চরমভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে স্বাবলম্বী হওয়ার জন্য ক্ষুদ্র ব্যবসায়িক পরামর্শ ও প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তাও প্রদান করেন। তার সহযোগিতায় ইতোমধ্যে কয়েকজন অসচ্ছল ব্যক্তি আত্মকর্মসংস্থানমূলক কাজে যুক্ত হয়ে জীবনে নতুনভাবে পথচলা শুরু করেছেন।

মানবিক এই উদ্যোগ সম্পর্কে মতিউর রহমান (মতিন) বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাস থেকেই আমি চেষ্টা করি সামান্য কিছু করতে। আপনাদের দোয়া ও সহযোগিতায় ভবিষ্যতেও এ উদ্যোগ চালিয়ে যেতে চাই ইনশাআল্লাহ।”

স্থানীয়দের মতে, ছোট পরিসর থেকে শুরু হলেও মতিউর রহমানের এই উদ্যোগ শ্রীমঙ্গলে সৃষ্টি করেছে ইতিবাচক সামাজিক প্রভাব। তার কাজ দেখে অনেকে ব্যক্তিগত উদ্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করছেন। ‘বিসমিল্লাহ গোস্তের দোকান’ শুধু একটি ব্যবসাপ্রতিষ্ঠান নয়—এখন এটি অসহায় মানুষের জন্য এক আশার ঠিকানা।

মানুষের প্রতি গভীর দায়বদ্ধতা, দরদ ও নীরবে-নিভৃতে কাজ করার এই মনোভাব তাকে এলাকার মানুষের কাছে একজন মানবিক ও হৃদয়বান সামাজিক ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়