কুমিল্লার মুরাদনগর উপজেলার গাজীরহাট সিনেমা হলের দক্ষিণ পাশে ট্রলি ট্রাক্টরের চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—গাজীপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে মারুফ (২১) এবং মৃত মোখলেছুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (২৫)।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ১০টার দিকে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন দুই যুবক। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে থাকা নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরের নিচে ঢুকে পড়ে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সাইদুল মারা যান। পরদিন শুক্রবার সকালে কুমিল্লার একটি ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারুফ মৃত্যুবরণ করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে দুর্ঘটনায় জড়িত মাইক্রোবাস ও নিষিদ্ধ ট্রলি ট্রাক্টর—কোনোটিই আটক করা সম্ভব হয়নি বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা সড়কে নিষিদ্ধ ট্রলি ট্রাক্টরসহ দ্রুতবেগী ও অসাবধানী যানবাহন চলাচল বন্ধে কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান বলেন, “পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ট্রলি ট্রাক্টরটি পালিয়ে যায়। সংশ্লিষ্ট গাড়ি ও চালকদের শনাক্তে অভিযান চলছে। নিহতদের পরিবার মামলা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”