ফরহাদ হোসেন ভোলা প্রতিনিধি, ভোলা প্রতিনিধি: ভোলায় বিরল প্রজাতির একটি বিশালাকৃতির কচ্ছপ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। মঙ্গলবার সকালে সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় কচ্ছপটি স্থানীয়দের চোখে পড়ে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বন বিভাগ ঘটনাস্থলে গিয়ে কচ্ছপটি উদ্ধার করে।
স্থানীয়রা জানান, ভোরের দিকে রাস্তায় একটি বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হলে তারা খুলে দেখেন ভেতরে বিরল জাতের একটি বড় কচ্ছপ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে একটি অসাধু চক্র কচ্ছপটি পাচারের উদ্দেশ্যে পরিবহনের সময় এটি কোন বাহন থেকে পড়ে যায়। বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয়রা কচ্ছপটিকে নিরাপদে রেখে বন বিভাগকে খবর দেন।
উপকূলীয় বন বিভাগ ভোলার সহকারী বন সংরক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার হওয়া কচ্ছপটি প্রায় ৫০ কেজি ওজনের এবং এটি অত্যন্ত বিরল প্রজাতির, যা বিলুপ্তির পথে। ধারণা করা হচ্ছে জেলেরা সাগর বা নদী থেকে এটিকে ধরে পাচারের সময় ফেলেছে অথবা পরে গেছে। কচ্ছপটি আহত না হলেও দুর্বল অবস্থায় থাকায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। দুই-একদিন পর্যবেক্ষণে রাখার পর কচ্ছপটি সম্পূর্ণ সুস্থ হলে সুবিধাজনক স্থানে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হবে।