মিজান লিটন: চাঁদপুরে ভোরের নীরবতা ভেঙে ঘটেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। বাবুরহাট–কুমিল্লা মহাসড়কের বিসিক এলাকার সামনে মুখোমুখি ধাক্কায় প্রাণ হারিয়েছেন এক ভ্যানচালক।
সোমবার (১৭ নবেম্বর)দুপুরে ট্রাকের সঙ্গে ভ্যানগাড়ির সরাসরি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক নয়ন মোল্লা। তাঁর বয়স ছিল ৩২ বছর। তিনি চাঁদপুরের তরচন্ডী এলাকার বাসিন্দা, সেই দুই সন্তানের জনক বলেও জানা গেছে।
স্থানীয়রা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকটি থামিয়ে চালক আলী হোসেনকে আটক করা হয়।