হাবিবুর, রহমান, পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের ভিতরগাঁও গ্রামে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সকালে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের মরদেহসহ নবজাতকের মা ও প্রসব-সহায়তাকারী ধাত্রীকে থানায় নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে আসরের আযানের আগে দুইজন নারীকে ওই এলাকার অবস্থান করতে দেখা যায়। পরদিন শনিবার সকালে স্থানীয় যুবক রাব্বি সুপারি কুড়াতে গিয়ে ঝোপের মধ্যে নবজাতকের মরদেহ দেখতে পান। সে স্থানীয়দের জানালে এলাকাবাসী ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেয়।
প্রত্যক্ষদর্শী আব্দুল মান্নান বলেন, “আসরের আযানের আগে আমি মসজিদে যাচ্ছিলাম। তখন দেখি দুইজন মহিলা ওই ঝোপের কাছে অবস্থান করছে। আজ সকালে জানতে পারি সেখানে একটি নবজাতকের মরদেহ পড়ে আছে।”
স্থানীয়দের বরাতে জানা গেছে, নবজাতকের মা নার্গিস আক্তার (৩৫)। তাঁর স্বামী দীর্ঘ ১০ বছর ধরে বিদেশে অবস্থান করছেন এবং প্রায় পাঁচ বছর আগে একবার দেশে এসেছিলেন। এ সুযোগে নার্গিসের সঙ্গে ফুফাতো শ্বশুরের ছেলে শাহ আলম এর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের ফলেই এই নবজাতকের জন্ম হয় বলে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ধাত্রী জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, তিনিই নার্গিসের মৃত নবজাতক প্রসব করিয়েছেন। পরে কীভাবে কি হয়েছে তা তিনি জানেন না বলে দাবি করেছেন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, “নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। নবজাতকের মা'কে মেডিকেল পরীক্ষার জন্য আনা হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”