ইমরুল কায়েশ, বেনাপোল (যশোর): গত ১৫ বছরে স্বৈরাচারী শাসনের অধীনে জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও যশোর-১ (শার্শা) আসনের বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তি। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার পুনরায় নিশ্চিত করা হবে এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
মঙ্গলবার বিকেলে শার্শার শিকারপুর বাজারে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন শিকারপুর ইউনিয়ন বিএনপির ২ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল হাই।
মফিকুল হাসান তৃপ্তি বলেন, “ধর্মকে ব্যবহার করে জামায়াতে ইসলামী ভোটের রাজনীতি করছে। তারা মানুষকে অগ্রিম বেহেশতের টিকিট দেওয়ার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। মনে রাখতে হবে, মানুষ তার কর্মের মাধ্যমেই পরকালে বেহেশত বা দোজখে যায় — দাড়ি-পাঞ্জাবি পরে ভোট দিলে বেহেশতের নিশ্চয়তা পাওয়া যায় না।”
তিনি জামায়াতের এসব বিভ্রান্তিকর কর্মকাণ্ডে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।
এদিন সন্ধ্যায় লক্ষনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আরেকটি উঠান বৈঠকে তৃপ্তি বলেন, “জামায়াত ইসলাম প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি নিয়ে নাটক করছে। যারা একসময় বাংলাদেশের স্বাধীনতা চায়নি, তারা আজ রাষ্ট্রক্ষমতার স্বপ্ন দেখছে—এটাই হাস্যকর।”
তিনি আরও বলেন, “জামায়াত ক্ষমতায় এলে দেশে মৌলবাদীদের রাজত্ব প্রতিষ্ঠিত হবে। অতীতে বিএনপি সব ধর্মের মানুষের সম্মান ও নিরাপত্তা রক্ষায় কাজ করেছে, ভবিষ্যতেও ক্ষমতায় গেলে সেই ঐতিহ্য বজায় থাকবে।”
আগামী জাতীয় নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি রুহুল আমিন, যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন, আইনবিষয়ক সম্পাদক মো. মশিউর রহমান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক মোনায়েম হোসেন, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশহিদুল ইসলাম শহীদ, লক্ষনপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামছুর রহমান, বিএনপি নেতা মোফাজ্জেল হোসেন মিন্টু, সুলতান আহমেদ, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য আসাদুজ্জামান আসাদ, মফিজুর রহমান পিন্টু, সোহাগ ও জিয়াসহ বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।