ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ শিক্ষককে পিটিয়ে আহত করার অভিযোগে দল থেকে সাময়িক বহিষ্কার হয়েছেন বিএনপি'র স্বেচ্ছাসেবক দলের এক নেতা।
বহিষ্কারকৃত নেতা হলেন-ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক এরশাদ হোসেন সোনা।
গত বৃহস্পতিবার ঝিনাইদহ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি / সম্পাদক স্বাক্ষরিত এত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার একটি তুচ্ছ ঘটনায় সেচ্ছাসেবক দলের ওই নেতা কালীগঞ্জে সুব্রত রায় নামে এক প্রাথমিকের শিক্ষককে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অভিযুক্ত ওই নেতার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেন স্বেচ্ছাসেবক দলের ঝিনাইদহ জেলা কমিটি।
স্থানীয় এলাকাবাসী ও কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার শ্রীরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে হানি জানান, বুধবার তাদের স্কুলের পাঠদান চলাকালে মাঠ দিয়ে একটি পাওয়ার টিলারে ওই নেতার ইট বহন করছিল। এতে পাওয়ার টিলারের বিকট শব্দে স্কুলের পাঠদান কার্যক্রমে বেশ সমস্যা হচ্ছিল। তখন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বাইরে এসে সেচ্ছাসেবক দল নেতা সোনাকে স্কুল চলাকালীন সময়ে ইট পরিবহন বন্ধ করতে অনুরোধ জানান। কিন্তু, এতেই প্রধান শিক্ষকের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন ওই নেতা। এ সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুব্রত রায় এগিয়ে আসলে তার সাথেও বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে ওই নেতা বাঁশের লাঠি দিয়ে শিক্ষক সুব্রতকে পিটিয়ে আহত করে। এ সময় অন্নান্য শিক্ষকরা এসে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
অভিযুক্ত এরশাদ হোসেন সোনা বলেন, শিক্ষক পেটানোর অভিযোগ সত্য নয়। কথা কাটাটির এক পর্যায়ে ধাক্কা ও হাতাহাতি হয়েছিল। তার দলের পদ থেকে সাময়িক বহিষ্কারের বিষয়টি তিনি জেনেছেন বলেও স্বীকার করেন।
ঝিনাইদহ জেলা সেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল ও সাধারন সম্পাদক রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক এরশাদ হোসেন সোনা দলীয় শৃংখলা ভঙ্গ করায় পদ থেকে তাকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।