শাহজাহান চৌধুরী, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় একটি ট্রাকে ধাক্কা লেগে জালাল ড্রাইভার (৬০) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহা সড়কের পটিয়া বাইপাস সড়কের বাকখালী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জালাল আহমদ বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী এলাকার মৃত কবির আহমদ এর পুত্র।
স্থানীয় সিএনজি চালক মোহাম্মদ নুরুজ্জামান চৌধুরী জানান, গিরিশ চৌধুরী বাজারের দিক থেকে ইন্দ্রপুলের দিকে যাচ্ছিলেন জালাল। এ সময় বাইপাস মোড় বাকখালী এলাকার মোড়ে পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পাপিয়া বলেন, “হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।”