শিরোনাম
◈ এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে আনা উচিত: জ্বালানি উপদেষ্টা ফওজুল কাবির খান ◈ আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল ◈ বিশ্বকাপ বাছাই. আজারবাইজন‌কে ৩-০ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ গরম হ‌চ্ছে রাজনী‌তির মাঠ, তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে ◈ ভেনেজুয়ালার বিরু‌দ্ধে মে‌সি‌বিহীন আর্জেন্টিনার ক‌ষ্টের জয় ◈ আইপিএল নিলাম ১৫ ডিসেম্বর! ◈ সাঁতারের পোশাকে ভারতের জাতীয় পতাকা! বিতর্কে ভারতীয় দল, তদন্তের নির্দেশ কেন্দ্রের ◈ আমি বলিনি, আমাকে দাও: মাচাদোকে নোবেল দেয়ায় ট্রাম্পের প্রতিক্রিয়া ◈ সাতটি পথে অবৈধ অস্ত্রের চালান ঢুকছে দেশে ◈ সাত হাজার নেতাকর্মীর শাস্তি, তবুও আসছে অভিযোগ

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ০৭:৪৩ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে বিসিক শিল্প এলাকায় পদ্মা অ্যাগ্রো প্রেয়াস কোম্পানিতে ভয়াবহ অগ্নিকাণ্ড

মো:আদনান হোসেন, ধামরাই ঢাকা : ঢাকার ধামরাই উপজেলার বিসিক শিল্প এলাকায় অবস্থিত কীটনাশক উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘পদ্মা অ্যাগ্রো প্রেয়াস’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫), গতকাল গভীর রাতে আনুমানিক রাত ১টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানা গেছে। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত ১টা ২০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় রাত ৪টা ৩০ মিনিটের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

ধামরাই থানা সূত্রে জানা গেছে, রাত ১টার দিকে ফ্যাক্টরির নিরাপত্তারক্ষী ফোনে কর্তৃপক্ষকে জানান যে, কোম্পানির প্লট নং বি-১৪,১৫ (আংশিক) অংশে আগুন লেগেছে। খবর পেয়ে ফ্যাক্টরি ম্যানেজার মো. আব্দুল খালেকসহ কর্মচারীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

ধামরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ মো. সোহেল রানা বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যাক্টরির অভ্যন্তরে সংরক্ষিত কেমিক্যাল থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে।

অগ্নিকাণ্ডে ফ্যাক্টরির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিপুল পরিমাণ কাঁচামাল ও যন্ত্রাংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোম্পানির পক্ষ থেকে এখনো নির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো হয়নি।

কোম্পানির মালিক মো. আব্দুল আলীম ও অন্যান্য পরিচালকরা রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার তৎপরতায় অংশ নেন।

ধামরাই থানার এসআই মো. ইব্রাহীম পাটওয়ারী জানান,“অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো নাশকতা বা শত্রুতামূলক সন্দেহ নেই। বিষয়টি তদন্তাধীন এবং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়