শিরোনাম
◈ এলপিজির দাম ১ হাজার টাকার মধ্যে আনা উচিত: জ্বালানি উপদেষ্টা ফওজুল কাবির খান ◈ আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই: আসিফ নজরুল ◈ বিশ্বকাপ বাছাই. আজারবাইজন‌কে ৩-০ গো‌লে হারা‌লো ফ্রান্স ◈ গরম হ‌চ্ছে রাজনী‌তির মাঠ, তৃণমূলে বিএনপি-জামায়াত টক্কর, দুই দলের নজর আওয়ামী লীগের ভোটে ◈ ভেনেজুয়ালার বিরু‌দ্ধে মে‌সি‌বিহীন আর্জেন্টিনার ক‌ষ্টের জয় ◈ আইপিএল নিলাম ১৫ ডিসেম্বর! ◈ সাঁতারের পোশাকে ভারতের জাতীয় পতাকা! বিতর্কে ভারতীয় দল, তদন্তের নির্দেশ কেন্দ্রের ◈ আমি বলিনি, আমাকে দাও: মাচাদোকে নোবেল দেয়ায় ট্রাম্পের প্রতিক্রিয়া ◈ সাতটি পথে অবৈধ অস্ত্রের চালান ঢুকছে দেশে ◈ সাত হাজার নেতাকর্মীর শাস্তি, তবুও আসছে অভিযোগ

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২৫, ০২:৪০ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২৫, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ও নিখোঁজ বহু

যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্যে একটি সামরিক বিস্ফোরক তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কয়েকজন নিহত ও নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে কয়েকমাইল দূর থেকেও। স্থানীয় গণমাধ্যমের খবরে ১৯ জন নিখোঁজ থাকার কথা জানানো হয়েছে।

ন্যাশভিল শহর থেকে প্রায় ৫৬ মাইল দক্ষিণ-পশ্চিমে টেনেসির হাম্প্রিজ কাউন্টির প্রত্যন্ত এলাকায় ‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’কারখানায় এই বিস্ফোরণ ঘটে।

বিমান থেকে তোলা ঘটনাস্থলের ভিডিওতে ধ্বংসাবশেষ, দুমড়ে মুচড়ে যাওয়া গড়ি এবং কারখানাটির অবশিষ্ট অংশ দেখা গেছে।

‘অ্যাকিউরেট এনার্জেটিক সিস্টেমস’ সামরিক কাজে , মহাকাশের কাজে ব্যবহারের জন্য কিংবা পরিত্যক্ত স্থাপনা ভেঙে ফেলার কাজে ব্যবহৃত যন্ত্রাংশ ও সামগ্রীর বাজারের জন্য বিস্ফোরক তৈরি, উন্নয়ন ও মজুদ করে থাকে। কারখানাটির ওয়েবসাইটে এ কথা বলা আছে।

টেনিসির বাস্কনর্টে কারখানাটির ১ হাজার ৩০০ একরের সদরদপ্তরে আছে ৮টি উৎপাদন ভবন ও একটি কোয়ালিটি ল্যাব।

একের পর এক বিস্ফোণের কারণে উদ্ধারকর্মীরা প্রাথমিকভাবে ভবনগুলোর ভেতরে ঢুকতে পারেননি।

টেনিসি নিউজপেপারের প্রাথমিক খবরে বিস্ফোরণের ঘটনায় একজন নিহত এবং তিনজন আহত হয়েছে বলে জানানো হয়েছে। তবে বিস্ফোরণে ঠিক কতজন নিহত এবং নিখোঁজ হয়েছে তার সঠিক সংখ্যা এখনও স্পষ্ট জানা যায়নি। বিস্ফোরণের কারণও এখনও জানা যায়নি।

কারখানাটিতে এখনও আগুন জ্বলছে কি না বা সেখানে আরও কোনো বিস্ফোরণের ঝুঁকি আছে কি না তাও এখনও অজানা। অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক বিষয়ক বিশেষ এজেন্টরা বিস্ফোরণস্থলে গেছেন এবং ঘটনাটি তদন্ত করে দেখছেন। সূত্র : বিবিসি

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়