কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় বজ্রপাতের পৃথক ঘটনায় মাদ্রাসার শিশু শিক্ষার্থীসহ দুজনের মৃত্যু হয়েছে।
৫ অক্টোবর'২৫ রোববার দুপুরে উপজেলার নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদ্রাসা থেকে ফেরার পথে বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়।
শিশু বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। সে স্থানীয় একটি এবতেদায়ী মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।
অন্য দিকে একই উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের পুত্র।
পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গৃহপালিত গরু জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আহত হয়। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে সহিবর মারা যায়। পরে তার মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন সম্পন্ন করে পরিবারের লোকজন।
নাগেশ্বরী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। পৃথক দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে।