ইমরুল কায়েশ, বেনাপোল (যশোর): যশোরের শার্শা উপজেলার শ্যামলাগাছি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শালিস বৈঠকে সন্ত্রাসীদের হামলায় বিএনপির অন্তত ৫ কর্মী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকালে। আহত আশিকুর রহমান বাদী হয়ে শুক্রবার (৩ অক্টোবর) শার্শা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কন্যাদহ গ্রামের ইকবাল হোসেন (২৫) মোটরসাইকেলে শ্যামলাগাছি পেট্রোল পাম্প থেকে তেল নেন। পরে এক পরিচিতজনকে ডাকতে হাত ইশারা করলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। এ সময় শ্যামলাগাছি গ্রামের লাল্টু রহমান ও পিন্টু রহমান তাকে পিটিয়ে আহত করেন। ঘটনাটি স্বজনদের জানালে বিএনপি নেতা এডভোকেট মোস্তফা কামাল মিন্টু মেম্বার সালিশের জন্য ডেকে পাঠান।
সালিশ বৈঠকের এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে হামলায় শহিদুল ইসলাম (৪২), কবির হোসেন (৩০), শাহ আলম (৪০), ইমামুল হোসেন (৩৫) ও আশিকুর রহমান (৩২) আহত হন।
অভিযুক্তরা হলেন—শার্শার শ্যামলাগাছি গ্রামের আব্দুল মজিদের ছেলে পিন্টু রহমান (৩২) ও লাল্টু রহমান (২৮), ওলিয়ার রহমানের ছেলে তারেক রহমান (৪২) এবং হায়দার আলী (৩২)।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিম জানান, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”