শিরোনাম
◈ জ্বর হলেই ডেঙ্গুর পরীক্ষা করানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের ◈ পে স্কেল কাঠামোর বাইরে রয়েছেন যারা ◈ শীঘ্রই ফিরবেন শেখ হাসিনা, কয়েক সপ্তাহের মধ্যে ফিরবেন তারেক রহমান, কে আগে ফিরবেন: গোলাম মাওলা রনি ◈ এবার বিদেশি ইউটিউবার মোহাম্মাদপুরের ভয়াবহতার চিত্র তুলে ধরলো (ভিডিও) ◈ আফগা‌নিস্তান‌কে হোয়াইটওয়াশ করে ছাড়‌লো বাংলা‌দেশ ◈ প্রস্তাবিত রোডম্যাপ: গাজা থেকে সেনা প্রত্যাহারে ট্রাম্পের পরিকল্পনা প্রকাশ ◈ জনপ্রশাসনে বড় পরিবর্তন: উপসচিব থেকে সচিব পর্যন্ত নতুন কাঠামো ◈ বিএনপির কাছে শতাধিক আসন চায় মিত্র দলগুলো, চলছে দর-কষাকষি ◈ বাংলাদেশ ব্যাংকের ১৯ কর্মকর্তার তথ্য চেয়েছে দুদক ◈ ‌বি‌সি‌বির নির্বাচন সোমবার, ক্রীড়া উপদেষ্টা খেলাধুলার জন‌্য পর্যাপ্ত সময় ব‌্যয় ক‌রেন: বুলবুল

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৫, ০৬:১২ বিকাল
আপডেট : ০৪ অক্টোবর, ২০২৫, ০৮:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায়

লক্ষ্মীপুরের রামগতিতে জেলেদের জালে ধরা পড়েছে তিন কেজি ৪০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। ইলিশটি পরে নিলামে ১০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রামগতি মাছঘাটে হেলাল বেপারীর আড়ৎ থেকে মাছটি নিলামে সর্বোচ্চ দামে কিনে নেন অজি উল্যাহ বেপারী।

এর আগে সাগরে মাছ শিকার করতে গেলে রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মফিজ মাঝির জালে মাছটি ধরা পড়ে।

মফিজ মাঝি জানান, গত তিনদিন আগে ১০ জন জেলেকে নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান। বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে তোলার সময় তাদের জালে ওই বড় ইলিশটি ধরা পড়ে। পরে মাছটি আড়তে আনলে ১০ হাজার টাকায় তা বিক্রি হয়।

স্থানীয় ব্যবসায়ী মুসা আহম্মেদ হিমু জানান, অভিযানের শেষ দিনে এমন ইলিশ দেখে আমরা সবাই খুশি। মফিজ মাঝি আমাদের মাছঘাটে ওই বড় মাছটিসহ প্রায় আড়াই লাখ টাকার মাছ বিক্রি করেছেন।

আড়তদার হেলাল বেপারী জানান, স্থানীয় মফিজ মাঝি আমার গদিতে একটি বড় ইলিশসহ অনেকগুলো মাছ নিয়ে সাগর থেকে আসেন। এরমধ্যে একটি বড় ইলিশের দাম ১০ হাজার টাকা ওঠে। পরে সর্বোচ্চ দামে কিনে নেন স্থানীয় অজি উল্যাহ বেপারী। ইলিশের এমন দাম আমরা দেখিনি এর আগে। এ প্রথম দেখলাম এক ইলিশের দাম ১০ হাজার টাকায় বিক্রি হতে।

অজি উল্যাহ বেপারী জানান, তিনি ওই ইলিশটি ১০ হাজার টাকায় কিনে নিয়েছেন। মাছটি ঢাকার মোকামে পাঠাবেন তিনি।

তিনি আরও বলেন, আশা করছি মাছটি সেখানে ১৪-১৫ হাজার টাকায় বিক্রি করতে পারবো। এমন বড় ইলিশ সচরাচর মেলে না। ঢাকার মোকামে বড় ইলিশের অনেক চাহিদা রয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়